১৫ অক্টোবর ২০২৫

ভারতের রাজস্থানে ভয়াবহ বাস অগ্নিকাণ্ডে ১৯ জনের মৃত্যু

Logo
বাংলাপ্রেস প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১২:০১ পিএম
ভারতের রাজস্থানে ভয়াবহ বাস অগ্নিকাণ্ডে ১৯ জনের মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক:ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের জয়সলমে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি চলন্ত যাত্রীবাহী বাস পুড়ে অন্তত উনিশ জনের মৃত্যু হয়েছে।

 

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল তিনটার দিকে জয়সলম থেকে জোধপুরগামী বাসটি ৫৭ জন যাত্রী নিয়ে রওনা দেয়। পথে জয়সলম-জোধপুর মহাসড়কের কাছাকাছি এলাকায় বাসের পেছনের দিক থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

 

চালক দ্রুত বাসটি রাস্তার পাশে থামালেও মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িটিতে। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন, তবে অনেক যাত্রী বের হতে না পারায় দগ্ধ হয়ে মারা যান।

 

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, খবর পেয়ে দমকলকর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে জয়সলমেরের জওহর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল।

 

জয়সলমের জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের পরপরই উদ্ধার ও সহায়তা কার্যক্রম শুরু করা হয়। জেলা কালেক্টর প্রতাপ সিংহ আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত ও হেল্পলাইন চালুর নির্দেশ দিয়েছেন।

 

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যপাল হরিভাউ বাগাড়ে, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলত ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

 

মুখ্যমন্ত্রী শর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, “জয়সলমে বাসে আগুন লাগার ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন