
'ভেবেছিলাম এটাই আমার জীবনের প্রথম ও শেষ ইনিংস'

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

দারুণ প্রতিভার ঝলক দেখিয়ে মাত্র সাড়ে ১৬ বছর বয়সেই ভারতীয় টেস্ট দলে অভিষেক হয়েছিল মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের। আর প্রথম ম্যাচটিও কোন যেমন তেমন দল নয়, ছিল শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে। কিশোর শচীন সেই ম্যাচে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসের মতে পেসারদের সামলে বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা সময়ের জন্যই এসেছেন ক্রিকেটে। তবে প্রায় ২৯ বছর পর এই ক্রিকেট ঈশ্বর স্বীকার করেছেন সেই ম্যাচের প্রথম ইনিংসের পর তিনি খেলা ছেড়ে দেয়ার কথা ভেবেছিলেন।
করাচিতে ১৯৮৯ সালে ভারতের পাকিস্তান সফরের প্রথম টেস্টেই অভিষেক হয়েছিল শচীনের। সেসময় গতি ও রিভার্স সুইংয়ে ত্রাস ছড়ানো বোলার ছিলেন আকরামের। কিংবদন্তি পেসার ইমরান খানও ছিলেন। আর সে ম্যাচেই অভিষেক হয়েছিল আরেক দুর্দান্ত পেসার ওয়াকারের।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



-68eb25d6635b2.jpg)
-68eb58c4c0835.jpg)
