১৩ অক্টোবর ২০২৫

ভোটাধিকারের দাবিতে নিউ ইয়র্ক কনসুলেটে প্রবাসীদের স্মারকলিপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ভোটাধিকারের দাবিতে নিউ ইয়র্ক কনসুলেটে প্রবাসীদের স্মারকলিপি
নিউ ইয়র্ক প্রতিনিধি: সিলেট, রাজশাহী ও বরিশালসহ বাংলাদেশের সকল সিটি কর্পোরেশন নির্বাচনে সেইসব এলাকার প্রবাসী ভোটারদের বিদেশ থেকে ভোটগ্রহনের দাবিতে সিইসি বরাবরে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে স্মারকলিপি দিয়েছে প্রবাসী বাঙ্গালী কল্যাণ সমিতি (প্রবাকস)। প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে এক যুগ ধরে কর্মরত সংগঠনটির পক্ষ থেকে স্মারকলিপিতে বলা হয়, বিদ্যমান আইনে পোষ্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটগ্রহনের কথা সুস্পষ্টভাবে উল্লেখ থাকলেও বিদেশ থেকে প্রবাসীরা ভোট দিতে পারেনা। দূতাবাসের মাধ্যমে ইভিএম পদ্ধতিতে অথবা পোষ্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা যাতে উক্ত তিন সিটিতে বিদেশ থেকে ভোট দিতে পারেন সেজন্য সিইসিকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়। গত ৫ ই জুলাই বৃহস্পতিবার স্থানীয় নিউইয়র্ক সময় দুপুর সাড়ে ১২টার দিকে প্রবাকসের নেতৃবৃন্দ নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটে স্মারকলিপি দেন। স্মারকলিপি গ্রহন করেন কনসাল জেনারেল সাদিয়া ফাইজুন্নেছা। এসময় আরো উপস্থিত ছিলেন কনসুলেটের প্রধান পারভীন সুলতানা ও কাউন্সিলর আসিফ আহমেদ। কনসাল জেনারেলকে স্মারকলিপি দেয়ার বিষয়ে প্রবাকসের সভাপতি মোঃ মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, নানান জটিলতার কারণে এতকাল প্রবাসীদের ভোট নেয়া হয়নি। এই সরকারের আমলে জাতীয় সংসদে প্রবাসীদের ভোটাধিকার আইন পাস করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রবাসীদের ভোট নিতে সুপারিশ পাঠানো হয়েছে। আমরা এক কোটি প্রবাসী আগামী সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট দিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি। এ ব্যাপারে সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মূলধারার রাজনীতিক দেওয়ান বজলু চৌধুরী বলেন, বিশ্বব্যাপী মাত্র এক ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারণ করা হয়। বাংলাদেশে বর্তমানে প্রতিটি উপজেলায় হাজার হাজার প্রবাসী আছেন। প্রবাসীরা ভোট দিতে পারলে এলাকার উন্নয়ণে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে ভূমিকা রাখতে পারবেন। তিনি বলেন, সিলেট সিটিতে প্রতিটি ওয়ার্ডে শতশত প্রবাসী ভোটার আছেন। প্রবাসীদের বিদেশ থেকে ভোট দেয়ার ব্যবস্থা করা হলে অযোগ্য বিতর্কিত কেউ নির্বাচিত হতে পারবেনা। প্রবাকসের সহ সভাপতি আবুল কে মজুমদার বলেন, প্রবাসীদের ভোট দেয়ার অধিকার রাষ্ট্র আমাদের দিয়েছে। বাংলাদেশের উন্নয়নে এবং বিনিয়োগে প্রত্যেকটা প্রবাসী অবদান রাখছে। প্রবাসীদের রেমিটেন্সে অর্থনীতির চাকা সচল থাকছে। প্রবাসীরা ভোট দিতে পারলে দেশের আরো বেশি মনোযোগী হবেন। বাংলাপ্রেস/ইউএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন