১৩ অক্টোবর ২০২৫

ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সামনে প্রবাসীদের বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সামনে প্রবাসীদের বিক্ষোভ
  নিজস্ব প্রতিবেদক: ভারতের আগ্রাসন এবং বাংলাদেশ সহকারি হাইকমিশনে হামলা ও মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসি ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশি শিক্ষার্থীসহ প্রবাসীরা। স্থানীয় সময় শুক্রবার (১৩ ডিসেম্বর) উক্ত সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকা ছেঁড়ার তীব্র প্রতিবাদ জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, ভারতের মানুষ বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলা, ভাংচুরের মাধ্যমে হীন মন-মানসিকতার পরিচয় দিয়েছে। ভারতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে বাংলাদেশের সাধারণ মানুষ প্রস্তুত আছে বলেও এই পথসভা থেকে জানানো হয় । বক্তারা আরও বলেন, আওয়ামী ফ্যাস্টিট দলের সদস্যরা ভারতের সাথে ইন্ধন করে ইসকনের নামে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের সকল ধরনের অপতৎপরতা নস্যাৎ করা হবে। প্রচন্ড শীত উপেক্ষা করে সমাবেশে প্রচুর সংখ্যক শিক্ষার্থীসহ প্রবাসীরা অংশ নেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফরিদ আহমেদ, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গবেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ড: হাসমত সিকদার, মোহাম্মদ তফাদার, আবু সাইদ মাহফুজ, মনজুরুল আলম, মোঃ তোফায়েল  আহমেদ ও বোরহান উদ্দিন। বিক্ষোভ মিছিল ও সমাবেশ পরিচালনা করেন মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষক ড: নজরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মনজুরুল আলম, মোহাম্মদ জাকির হোসেন, মোঃ তোফায়েল আহমেদ এবং এস এম জাহিদুর রহমান। উল্লেখ্য ২ ডিসেম্বর ভারতের আগর তলায় বিক্ষুব্ধ জনতা বাংলাদেশ দূতাবাসে হামলা, ভাংচুর সহ সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন ছিঁড়ে ফেলেন। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন