১৫ অক্টোবর ২০২৫

ওয়াশিংটনে বন্ধ করে দেয়া হলো ফিলিস্তিনি মিশন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ওয়াশিংটনে বন্ধ করে দেয়া হলো ফিলিস্তিনি মিশন

বাংলাপ্রেস অনলাইন: যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ওয়াশিংটনে ফিলিস্তিনের কূটনৈতিক মিশন বন্ধ করে দিয়েছে। তবে এই বন্ধ ক্ষণস্থায়ী হবে বলে তারা আশা করছে। খবর এএফপি/বাসস। ইসরাইলের সাথে শান্তি আলোচনায় বসতে ফিলিস্তিনিদের চাপের মুখে রাখার লক্ষে সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা মিশনটি বন্ধ করে দেয়ার নির্দেশ দেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা সৃষ্টির এটি ছিল সর্বশেষ ঘটনা। গত ডিসেম্বরে ট্রাম্প ইসরাইলের রাজধানী হিসেবে বিতর্কিত নগরী জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার পর ফিলিস্তিন ওয়াশিংটনের সাথে সম্পর্ক ছিন্ন করে। ‘আমেরিকার মহান জনগণের উদ্দেশে’ ফেসবুকে দেয়া এক ভাষণে ফিলিস্তিন মুক্তি সংস্থা মিশনের প্রধান হুসাম জুমলত বলেন, ‘আজ ফিলিস্তিনি মিশন বন্ধের দিন ধার্য করা ছিল।’

প্রতিদ্বন্দ্বী ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে হওয়া প্রথম চুক্তি অসলো চুক্তির ২৫তম বার্ষিকীতে মিশনটি বন্ধ করে দেয়া হলো। তাদের মধ্যে দশকের পর দশক ধরে চলা সংঘাত নিরসনে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিল এ চুক্তিতে। সম্পর্কের তিক্ততার কারণে তাদের মধ্যে শান্তি আলোচনা এখন স্থবির হয়ে পড়েছে। ওয়াশিংটনে ফিলিস্তিনি মিশন বন্ধে যুক্তরাষ্ট্রের এমন ‘দু:খজনক ও প্রতিহিংসাপূর্ণ’ পদক্ষেপের বৃহস্পতিবার নিন্দা জানিয়েছেন জুমলত।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন