-68ed3a37ee5f5.jpg)
যুব ফুটবলের ফাইনালে আবাহনী

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে নিয়ে আয়োজিত অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে আবাহনী লিমিটেড। শুক্রবার আসরের দ্বিতীয় সেমি ফাইনালে দলটি সাডেন ডেথে ৬-৫ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। এরআগে বৃহস্পতিবার প্রথম সেমি ফাইনাল ম্যাচটিও সাডেন ডেথে নিষ্পত্তি হয়। যেখানে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে ফরাশগঞ্জ। আবাহনী-ফরাশগঞ্জ শিরোপার লড়াই রোববার।
এদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলা নির্ধারিত সময় গোলশূন্য শেষ হয়। পরে যোগ করা ৩০ মিনিটেও কেউ গোল আদায় করতে পারেনি। এরপর রোমাঞ্চকর টাইব্রেকার। যেখানে প্রথম ৫টি করে শটের মধ্যে ৩টি করে গোল করে আবাহনী ও আরামবাগ।
সাডেন ডেথে প্রথম দুটি করে শটেই গোল করে উভয় দল। তৃতীয় শটে গিয়ে আরামবাগের মোহাম্মদ সাগর গোল করতে ব্যর্থ হন। আবাহনীর ওমর ফারুক গোল করে দলকে জয়ের আনন্দে মাতান।
টিএআর/এমএসআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68ed3a37ee5f5.jpg)




-68eb25d6635b2.jpg)