১৩ অক্টোবর ২০২৫

যুক্তরাজ্যের মসজিদে আগুন লাগিয়ে দিল দুর্বৃত্তরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১০:২৩ পিএম
যুক্তরাজ্যের মসজিদে আগুন লাগিয়ে দিল দুর্বৃত্তরা

বাংলাপ্রেস ডেস্ক:   যুক্তরাজ্যের ম্যানচেস্টারের একটি ইহুদি উপসনালয়ে প্রাণঘাতী হামলার কয়েক দিন পর শনিবার রাতে দক্ষিণাঞ্চলের সাসেক্সের পিসহেভেনে একটি মসজিদে আগুন দিয়ে দুর্বৃত্ত। এ সময় ভেতরে দুজন অবস্থান করছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মসজিদটির একজন স্বেচ্ছাসেবক জানিয়েছেন, দুজন মুখোশধারী শনিবার রাতে মসজিদের দরজা ভাঙার চেষ্টা করে, এরপর সিঁড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

ইংল্যান্ডে ইহুদি উপাসনালয়ে হামলা, নিহত অন্তত ২

মসজিদটির সভাপতি ও অন্য একজন ভেতরে বসে চা খাচ্ছিলেন।
হঠাৎ বাইরে বিস্ফোরণের মতো শব্দ শুনে তারা বেরিয়ে আসেন, এ সময় প্রবেশপথ জুড়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।

সন্দেহভাজনরা ভেতরে মানুষ আছে তা জানত কি না, এখনো পরিষ্কার নয়।

পুলিশ রবিবার জানিয়েছে, যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলে একটি মসজিদে অগ্নিকাণ্ডকে তারা ‘বিদ্বেষমূলক অপরাধ’ হিসেবে তদন্ত করছে।

ইংল্যান্ডে ইহুদি উপাসনালয়ে হামলাকারীর পরিচয় প্রকাশ

ওই স্বেচ্ছাসেবক আরো বলেন, ‘তারা সহজেই মারা যেতে পারতেন।
হামলাকারীরা সর্বোচ্চ ক্ষতি করার অভিপ্রায় নিয়েই এসেছিল। সভাপতি পুরো সময় কাঁপছিলেন, এক প্রতিবেশী রাস্তায় বেরিয়ে এসে কান্না করছিলেন। সবাই আতঙ্কিত। কেউ এমন কিছু করতে পারে, এর মানে সামনে কী হতে যাচ্ছে আমরা জানি না।
চার বছর আগে খোলা এই ছোট্ট মসজিদটিতে সাধারণত ১০–১৫ জন নামাজ পড়েন। সেদিন রাতেও ৮টা ১৫ মিনিটে মাগরিবের নামাজে জামাত হয়েছিল।

তিনি আরো জানান, দরজার ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুইজন মুখোশধারী দরজার হ্যান্ডেল টেনে ও ধাক্কা দিয়ে প্রবেশের চেষ্টা করে। কিছুক্ষণ পর তারা মসজিদ ও সভাপতির গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

আগুনে মসজিদের প্রধান প্রবেশপথ ও বাইরে দাঁড়ানো একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

গাড়িটি সভাপতির জীবিকার একমাত্র মাধ্যম ছিল, কারণ তিনি ট্যাক্সিচালক হিসেবে কাজ করেন।

শারীরিকভাবে কেউ ক্ষতিগ্রস্ত না হলেও পুলিশ বলেছে, এ ঘটনার প্রভাব পিসহেভেনের মুসলিম সম্প্রদায় গভীরভাবে অনুভব করবে।

লিবারেল ডেমোক্র্যাট এমপি জেমস ম্যাকক্লিয়ারি ঘটনাটি নিন্দা জানিয়ে এক্সে লিখেছেন, ‘পিসহেভেনের মসজিদে আগুনের খবর ভয়াবহ। এটি আমার নির্বাচনী এলাকার মানুষ ব্যবহার করেন এবং এটি স্থানীয় সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অংশ। পুলিশ এটিকে বিদ্বেষমূলক অপরাধ হিসেবে দেখছে।’

গত বছরের আগস্টে একই মসজিদে ডিম ছোড়া হয়েছিল এবং পথচারীরা গালিগালাজ ও বর্ণবাদী মন্তব্য করেছিলেন বলে জানান মসজিদ কর্মকর্তা।

সাসেক্স পুলিশের ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট ক্যারি বোহান্না জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে এবং কাউন্টির অন্যান্য উপাসনালয়ে অতিরিক্ত টহল দিয়ে আশ্বস্ত করার চেষ্টা চলছে।

এর কয়েক দিন আগে, ম্যানচেস্টারের এক ইহুদি উপসনালয়ের বাইরে বৃহস্পতিবার গাড়িচাপা ও ছুরিকাঘাতের ঘটনায় দুই ইহুদি উপাসক নিহত ও তিনজন গুরুতর আহত হন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন