১৪ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্র প্রবাসী কবি আব্দুর রশিদ খান আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যুক্তরাষ্ট্র প্রবাসী কবি আব্দুর রশিদ খান আর নেই
  হার্টফোর্ড প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রবাসী সত্তর দশকের অন্যতম কবি আব্দুর রশিদ খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত ম্যানচেস্টার মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। কবি রশিদ খানের একমাত্র ছেলে ম্যানচেস্টার প্রবাসী মুনিম খান জানান, তার বাবা দীর্ঘদিন ধরে তিনি ব্যাথাজনিত রোগে ভুগছিলেন। প্রায়ই কোমরের ব্যাথার কথা বলতেন।শুক্রবার সারাদিন তিনি ভালই ছিলেন।সন্ধ্যার দিকে হঠা‍ৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষনা করেন। কবি আব্দুর রশিদ খানের দেশের বাড়ি চাঁদপুর জেলার জাফরাবাদ গ্রামে।দেশে অবস্থানকালে তিনি সরকারি চাকুরির পাশাপাশি সাহিত্যচর্চাও করতেন।তাঁর বেশ কয়েকটি কাব্যগ্রন্থ বেরিয়েছে। তিনি এক ছেলে, তিন মেয়ে ও নাতি নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।কয়েক বছর আগে তাঁর স্ত্রীও ম্যানচেস্টারে একমাত্র ছেলের বাসায় মৃত্যুবরণ করেন। ম্যানচেস্টারের বায়ত-উল মামুর মসজিদে আজ শনিবার যোহরের নামাজের মরহুম আব্দুর রশিদ খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন