১৪ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা ফারুক ওয়াহিদের বোনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা ফারুক ওয়াহিদের বোনের মৃত্যু
হার্টফোর্ড প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রবাসী মুক্তিযোদ্ধা ও লেখক ফারুক ওয়াহিদের ছোট বোন রোকেয়া সামাদ খুকি গত ২৭ জুলাই শনিবার বাংলাদেশ সময় খুব ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী-সন্তান সহ অসংখ্য আত্মীয়স্বজন ও বন্ধবান্ধব রেখে গেছেন। ওইদিন বাদ আসর ঢাকার ইস্টার্ন পান্থছায়া মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বড় ভাই মো. আবদুর রশিদ-এর ইন্তেকালের নয় মাস পর খুকি ইন্তেকাল করেন। এর আগে খুকির মেয়ে শাপলা (ইঞ্জিনিয়ার)শরতের শিশিরের মতো ঝরে গেছেন। স্বামী ডা. আদুর রশিদ (ইএনটি বিশেষজ্ঞ) এবং তাদের একমাত্র ছেলে সাগর (ইঞ্জিনিযার)। রোকেয়া সামাদ খুকির শৈশব, কৈশোর তারুণ্য কেটেছে লেকসার্কাস-কলাবাগানে। ইডেন কলেজের বাংলা সাহিত্যের ছাত্রী থাকা অবস্থায়ই টুকটাক লেখালেখি করতো। ‘স্মৃতি তুমি বেদনা’ ফেসবুকের টাইমলাইনে কয়েকদিন আগেও তার নিজের ছবি ছিল কিন্তু সে ছবি পাল্টিয়ে বাসার বেলকোনিতে শরতের শিশির কন্যা শাপলার নিজে হাতে লাগানো বাগানবিলাস-এর ছবি শোভা পাচ্ছে এবং সেই স্মৃতি নিয়েই সে বেঁচে ছিল- কিন্তু এখন সে নিজেই স্মৃতি হয়ে গেলো। শাপলার বাবা ডা. আদুর রশিদ-এর ফেসবুকের পাতায় কন্যা শাপালার স্মৃতিকে বাঁচিযে রাখার জন্য প্রকৃতির শাপলার ছবি সবসময় শোভা পেতো- এখন বাগানবিলাস ও শাপলার ছবির স্মৃতি নিয়ে থাকতে হবে। খুকির শ্বশুর বাড়ি ইলিশের দেশ চাঁদপুর-এর তরপচন্ডি গ্রাম। এই বাড়ির ছেলে-মেয়ে সবাই সাঁতারু। খুকির স্বামী ডা. আদুর রশিদ-এর বড় ভাই আবদুল মালেক বিরতিহীনভাবে দুইবার ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন -তিনি লন্ডন প্রবাসী ছিলেন এবং ব্রিটিশ সরকার তাঁকে বিভিন্ন সম্মানে সম্মানিত করেছেন এবং বাংলাদেশ সরকার-এর সিদ্ধান্ত অনুযায়ী সাঁতারু আবদুল মালেক এবং তাঁদের বাড়ির স্মৃতি ও সম্মান রক্ষার্থে চাঁদপুর স্টেডিয়ামের নাম ‘মালেক সাঁতারু স্টেডিয়াম’ রাখা হয়। আরেক বড় ভাই বাদশা ভাই ষাটনল থেকে বাংলা চ্যানেল অতিক্রম করেছেন এবং সাঁতারে তাঁর আরো অনেক রেকর্ড রয়েছে। রোকেয়া সামাদ খুকি'র মৃত্যুতে দেশ বিদেশের বাংলাদেশি সকলের কাছে দোয়া কামনা করেছেন মরহুমের বড় ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা ফারুক ওয়াহিদ। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন