নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্র আওয়ামীলীগে কমিটি গঠনের নামে চলছে প্রকাশ্য চাঁদাবাজি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও নগরে আওয়ামীলীগের কমিটি গঠনে প্রকাশ্যেই মোটা অংকের অর্থের বিনিময়ে করা হচ্ছে বলে দলীয় একটি সূত্রে জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ প্রকাশ্যেই চাঁদাবাজিসহ একের পর এক দলীয় গঠনতন্ত্র পরিপন্থি কাজ ও স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংগঠনের নূন্যতম নিয়মনীতির তোয়াক্কা না করে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা উপেক্ষা করে তারা এসব কাজ করছেন। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের বর্তমান কমিটির মেয়াদ ৮ বছরে পদার্পনের পরও কমিটির শূন্যপদ পূরণ, বিভিন্ন স্টেটে তাদের পছন্দমত লোক দিয়ে নতুন কমিটি গঠন ও চাঁদা উত্তোলন করে যাচ্ছে। সম্প্রতি এক দিনের নোটিশ দিয়ে (গঠনতন্ত্রের ২৩ ধারা অনুয়ায়ী ৭ দিনের নোটিশ প্রজোয্য) কমিটির সকলকে অবহিত না করে কার্যকরী কমিটির মূলতবী সভা ডেকে কোরাম পূরণ না হওয়ায় সত্তে¡ও কতিপয় সিদ্ধান্ত গ্রহন করে সভাপতি/সাধারণ সম্পাদকের নামে মিডিয়ায় প্রেস বিজ্ঞপ্তি মারফত প্রকাশ করেছে যা সম্পূর্ণ অবৈধ ও দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী।
গত ১৫ জুন কার্যকরী কমিটির নামে ডাকা সভায় মাত্র ১৩ জন সদস্যের (এক তৃতীয়াংশ সদস্য কোরাম হবে) উপস্থিতিতে যে রেজ্যুলেশন নিয়েছে সেখানে- বর্তমান কমিটির শ্যূন্য পদ পূরনের সর্বময় ক্ষমতা সভাপতির উপর অর্পণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সকল স্টেটে নতুন কমিটি গঠনে সিদ্ধান্ত প্রদান করা হয়েছে। আগামী সেপ্টেম্বরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সময় সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্যে যখন যুক্তরাষ্ট্রে বসবাসরত আওয়ামী লীগের নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষমান তখন সিদ্দিকুর রহমান ও সামাদ আজাদের অসৎ ও উদ্দেশ্য প্রনোদীত উক্ত সিদ্ধান্তসমূহ আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। গত বছর জুন মাসে মাননীয় প্রধানমন্ত্রীর কানাডা সফরের সময় নেত্রীর সাথে সাক্ষাৎকালে সিদ্দিকুর রহমান উত্থাপিত বিভিন্ন স্টেট কমিটি গঠনের মধ্যমে ১৬ হাজার ডলার সংগ্রহের কথা জানালে নেত্রী সমুদয় টাকা ফেরৎ দিতে বলেন, যা এখনও তিনি ফেরৎ দেননি। ইতিপূর্বে ভার্জিনীয়াতে, নেত্রী সিদ্দিকুর রহমানকে প্রতি ২/৩ মাস পর দলীয় হিসাব কার্যকরী কমিটির মিটিংয়ে প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন। নেত্রীর দেয়া কোন নির্দেশই আজ অবধী সিদ্দিকুর রহমান পালন করেন নাই।
আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন না করে কার্যকরী কমিটির অনুমোদন ছাড়া আবারও কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সম্মেলন ডেকেছেন।
সিদ্দিকুর রহমানের এসব গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের ৩৯ জন সদস্য। কার্যকরী কমিটির আনুমোদন ব্যাতিরেকে ইতিপূর্বে এবং পরে গঠিত কোন স্টেট/সিটি কমিটি এবং জননেত্রী শেখ হাসিনার পূর্ব অনুমোদন ছাড়া বর্তমান কমিটির শূণ্য পদ পূরণ সম্পূর্ণ অবৈধ বলে গণ্য হবে। এ ব্যাপারে আমরা নিম্ন স্বাক্ষরকারী সদস্যবৃন্দ অচিরেই কেন্দ্রিয় হাই কমান্ডকে সবকিছু অবহিত করবো।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]