১৫ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চিকিৎসককে ২৭ বছর ধরে খুঁজছে এফবিআই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চিকিৎসককে ২৭ বছর ধরে খুঁজছে এফবিআই
  নোমান সাবিত: যুক্তরাষ্ট্র প্রবাসী একজন বাংলাদেশি চিকিৎসককে ২৭ বছর ধরে খুঁজে বেড়াচ্ছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জাহিদুল ইসলাম (৬৯) নামের বাংলাদেশি এ চিকিৎসক হাসপাতালে কর্মরত অবস্থায় একজন নারী রোগীকে ধর্ষণ করেন। ঘৃণ্য এ অপরাধের জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রীয় অভিযোগ দায়ের করার পর ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পুলিশ ও এফবিআইয়ের সদস্যরা আজও তাকে খুঁজে পায়নি। ফলে এখনও এফবিআইয়ের ওয়েবসাইটে দাগী আসামীদের তালিকায় রয়েছে জাহিদুলের নাম। এফবিআইয়ের ওয়েবসাইটের তথ্যনুযায়ী ২৭ বছর আগে ১৯৯৬ সালের ৩ অক্টোবর পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ার একটি বড় হাসপাতালে কর্মরত অবস্থায় একজন নারী রোগীকে ওষুধ দিয়ে অস্থির করার পর তাকে জোরপূর্বক ধর্ষণ করেন জাহিদুল ইসলাম। ভুক্তভোগী ছিলেন অস্ত্রোপচার থেকে সেরে উঠা একজন অসুস্থ নারী যখন তিনি হাসপাতালের চিকিৎসক জাহিদুলের কক্ষে ধর্ষণের শিকার হন।   এ ঘটনাটি প্রায় ১০ মাস তদন্তের পর জাহিদুলের বিরুদ্ধে একটি রাষ্ট্রীয় অভিযোগ দায়ের করা হয়। ১৯৯৭ সালের জুলাই মাসে পেনসিলভানিয়ার পূর্ব জেলা থেকে তাকে গ্রেপ্তারের জন্য কেন্দ্রিয় (ফেডারেল) গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয। জাহিদুলের জাতীয় অপরাধ তথ্য কেন্দ্র (এনসিআইসি)নম্বর-ডব্লিউ ০১৩১৬৫২৭৫। যদি কেউ এ ব্যক্তির বিষয়ে কোনো তথ্য থাকে, তাহলে নিকটস্থ এফবিআই অফিস বা নিকটস্থ আমেরিকান দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন এফবিআইয়ের কর্মকর্তারা। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন