নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের মিশিগানে বেপরোয়া গাড়ি চালিয়ে দুই চালকের প্রতিযোগিতা কারণে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি জাহাঙ্গীর আলী সাজুর (২৫) মৃত্যু ঘটেছে সন্দেহে বাংলাদেশি দুই যুবকেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ দুর্ঘটনায় নিহত সাজুর মেয়ে মোমোর গুরতর আহতাবস্থায় এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
গত ২৫ ফেব্রুয়ারি মিশিগানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি জাহাঙ্গীর আলী সাজুর (২৫) মৃত্যুবরণ করেন। সাজুর ছেলে আহত তামিম প্রাথমিক চিকিৎসা শেষে বাইরে রয়েছেন।
মিশিগানের ওয়ারেন পুলিশ জানিয়েছেন, দুই বাংলাদেশি তরুণ রাস্তায় ড্রাইভিং প্রতিযোগিতা করছিলেন। ফলে দুর্ঘটনায় পতিত হলে সাজুর মর্মান্তিক মৃত্যু হয়। রাস্তায় ড্রাইভিং প্রতিযোগিতার অভিযোগ এনে ওয়ারেন পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন-তায়াসুকা আমান (২০) এবং আরেকজনের নাম গোলাম রহমান (২২)। তাদের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ তোলা হয়েছে। সেই সাথে দুর্ঘটনায় মৃত্যুর জন্য তাদের ১৫ বছরের শাস্তিযোগ্য অপরাধ এবং আহতের ঘটনার জন্য ৫ বছরের শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ গঠন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অতীতে তাদের বিরুদ্ধে নানা অপরাধের রেকর্ড রয়েছে। বিজ্ঞ আদালত তাদেরকে ৫০ হাজার ডলারে জামিন মঞ্জুর করেন। এখন পর্যন্ত তাদের কোন আইনজীবী কোর্টে আসেননি। সেই সাথে বিজ্ঞ আদালত তাদের পাসাপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। আগামী ১৪ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হয়েছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]