১৪ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রে ‘বঙ্গবন্ধু ও দল’ নিয়ে আওয়ামীলীগের তাচ্ছিল্য!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যুক্তরাষ্ট্রে ‘বঙ্গবন্ধু ও দল’ নিয়ে আওয়ামীলীগের তাচ্ছিল্য!
হার্টফোর্ড প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর দল আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে চরমভাবে তাচ্ছিল্য ও উপহাস করেছেন কানেকটিকাট অঙ্গরাজ্য আওয়ামীলীগের নেতাকর্মিরা। গত ২৩ জুন রোববার দেশ-বিদেশে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।কিন্ত একমাত্র কানেকটিকাট অঙ্গরাজ্য আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও বিকৃত বানানে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শব্দকে উপস্থাপন করে চরমভাবে উপহাস করেছেন। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতাকর্মিদের পরামর্শে কানেকটিকাট অঙ্গরাজ্য আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে ২/৩ সপ্তাহ আগে থেকেই পোষ্টার তৈরি করে ফেসবুকে সহ বিভিন্ন স্থানে টাঙানো হয়।যাতে আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কথা বলা হয়েছে। কিন্ত কেন্দ্রিয় আওয়ামীলীগ সহ দেশ-বিদেশের নেতাকর্মিরা দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। শুধু তাই নয়, কানেকটিকাট অঙ্গরাজ্য আ. লীগের সভাপতি জুনেদ এ খান দীর্ঘদিন ধরে তার ফেসবুকের পাতায় ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শব্দ দুটোকে বিকৃত বানানে উপস্থাপন করে আসছেন।ফেসবুকেই তার অন্য বন্ধুরা সতর্ক করলে তিনি তা কর্ণপাত করেননি।বরং দলের সাধারন সম্পাদক ফেসবুকে সতর্কারী সেই বন্ধুকে ধমক দেন। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সা. সম্পাদক আব্দুস সামাদ আজাদ কানেকটিকাট অঙ্গরাজ্য আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মুল পরামর্শদাতা ছিলেন বলে জানা গেছে। কিন্তু দলের বিকৃত প্রতিষ্ঠাবার্ষিকী পালনের বিষয়টিকে তারা কোন গুরুত্ব দেননি।অথচ মঞ্চে অতিথিদের বসার স্থানে পিছনেই ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সংক্রান্ত বিশাল আকারের ব্যানার টাঙানো ছিল। এদিকে, গত ২৩ জুন ব্রিজপোর্ট শহরে অনুষ্ঠিত কানেকটিকাট স্টেট আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে জেহাদুল হক জেহাদ এবং হুমায়ুন আহমেদ চৌধুরী সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। আরও পড়ুন:  যুক্তরাষ্ট্রে আ.লীগের কমিটি গঠনের নামে চলছে চাঁদাবাজি! বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন