
নিউ ইয়র্ক প্রতিনিধি: অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের হতাশা নিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন আজমান হোসেন প্লাবন নামের এক বাংলাদেশি যুবক। স্থানীয় সময় গত বৃহস্পতিবার এ ঘটনাটি ঘটে। নিউ ইয়র্কে বসবাসকারী আজমান হোসেন প্লাবন (২২) এক বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। বৈধ কাগজপত্রের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন। তারপরও নানা হতাশা আর দুশ্চিন্তা নিয়ে ম্যানহাটনে সাবওয়েতে কাজ করছিলেন তিনি। গত ৩০ জানুয়ারি রাতে এসব বিষয় নিয়ে কথা হয়েছিলো দেশে অবস্থানরত তার প্রমিকা সুমি আক্তারের সাথে। একই দিন ভোর ৪টার দিকে নিজের কর্মস্থলে ফেসবুক লাইভে প্রেমিকার সঙ্গে আত্মহত্যা করার কথা প্রকাশ করেন। আজমানের আত্মহত্যার নিশ্চিত করেছেন তার ভাই ফারুক রহমান।
আজমানের ফেসবুকে সুমি আক্তারের সাথে অনেক ভিডিও চ্যাট, টিকটিক ভিডিও এবং হতাশার স্টাটাস পাওয়া গেছে বলে জানা গেছে। আজমানের জানাজা শনিবার বাদ ফজর সকাল ৬ টায় ম্যানহাটনে অনুষ্ঠুত হবে।
আজমানের মৃত্যুতে নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার দেশে বাড়ি নোয়াখালীর জেলায় বলে জানা গেছে।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]