১৪ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে চাগাস রোগ, ৮ রাজ্যে সংক্রমণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে চাগাস রোগ, ৮ রাজ্যে সংক্রমণ
বাংলাপ্রেস ডেস্ক:  যুক্তরাষ্ট্রে ক্রমেই বাড়ছে চাগাস রোগের সংক্রমণ, যা সাধারণভাবে কিসিং বাগ রোগ হিসেবে পরিচিত। গবেষকরা বলছেন, এটি এখন দেশটির একটি স্থানীয় (এন্ডেমিক) রোগ হিসেবে বিবেচনার দাবি রাখে। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়, টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও টেক্সাস স্টেট হেলথ সার্ভিসের গবেষকদের সমন্বয়ে পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের অন্তত ৩১টি রাজ্যে কিসিং বাগের উপস্থিতি পাওয়া গেছে। টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের কিসিং বাগ কমিউনিটি সায়েন্স প্রোগ্রামের আওতায় পাওয়া প্রায় ১০ হাজার রিপোর্টের মধ্যে পরীক্ষিত বাগের অর্ধেকেই চাগাস রোগের জীবাণু পাওয়া গেছে।গবেষকদের মতে, এসব সংক্রমণ আন্তর্জাতিক ভ্রমণ থেকে নয়, বরং দেশীয়ভাবেই ঘটছে। এখন পর্যন্ত ৮টি রাজ্যে মানুষের মধ্যে স্থানীয়ভাবে সংক্রমণের প্রমাণ মিলেছে। কিসিং বাগ কী? কিসিং বাগ এক ধরনের নিশাচর রক্তচোষা পোকা। এটি মানুষ, গৃহপালিত ও বন্যপ্রাণীর রক্ত খায়।পোকাটি সাধারণত ১/২ থেকে ১ ইঞ্চি আকারের হয়ে থাকে এবং প্রায় দুই বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। কিসিং বাগের মাধ্যমে ছড়ানো এক ধরণের পরজীবী চাগাস রোগের জন্য দায়ী। চাগাস রোগের উপসর্গ শুরুতে চোখের পাতা ফুলে যাওয়া, জ্বর, দুর্বলতা, বমি, মাথাব্যথা ও অ্যালার্জির মতো উপসর্গ দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে হজমজনিত সমস্যা, হার্টের সমস্যা এমনকি হঠাৎ মৃত্যু পর্যন্ত হতে পারে।প্রায় ২০-৩০% রোগীর মধ্যে জটিল উপসর্গ দেখা দেয়। কারা পরীক্ষা করাবেন? যারা মেক্সিকো বা মধ্য ও দক্ষিণ আমেরিকায় ভ্রমণ করেছেন বা যাদের পরিবারের কেউ আক্রান্ত হয়েছেন, তাদের এই রোগের পরীক্ষা করানো উচিত। সাধারণত রক্ত পরীক্ষার মাধ্যমেই এটি শনাক্ত করা যায়। চিকিৎসা সিডিসির মতে, চাগাস রোগে আক্রান্ত ব্যক্তিদের লক্ষণভিত্তিক চিকিৎসা দেওয়া হয় এবং পরজীবী ধ্বংসকারী ওষুধ ব্যবহারে রোগ নিরাময় সম্ভব। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন