১৩ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের বাংলা গণমাধ্যমের প্রশংসায় মুনা’র জাতীয় সভাপতি ইমাম দেলুয়ার হুসাইন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
যুক্তরাষ্ট্রের বাংলা গণমাধ্যমের প্রশংসায় মুনা’র জাতীয় সভাপতি ইমাম দেলুয়ার হুসাইন

 

ছাবেদ সাথী: মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা)’র জাতীয় সভাপতি ইমাম দেলুয়ার হুসাইন বলেছেন, যুক্তরাষ্ট্রের বাংলা গণমাধ্যমের কল্যাণে বহির্বিশ্বে মুনা' ব্যাপক প্রচার প্রসার ঘটেছে হাটিহাটি পা পা করে ৮ম বারের মতো মুনা'র বার্ষিক মহাসম্মেলনে প্রবাসীদর ব্যাপক সাড়া মিলেছে এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলা গণমাধ্যমকর্মীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান গত রোববার (১০ আগষ্ট) সকালে পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে বাংলা সংবাদমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

ইমাম দেলুয়ার হুসাইন বলেন, প্রতিবছরে আমরা সংবাদমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের ব্যবস্থা করে থাকি মতবিনিময় কালে সংবাদকর্মীদের মতামত পরামর্শ সাদরে গ্রহণ করি পরবর্তী সম্মেলনে আমরা সেসব পরামর্শ উপদেশগুলো কাজে লাগানোর চেষ্টা করে থাকি মুসলিম উম্মাহর জন্য এত বড় একটা সম্মেলন সম্পন্ন করতে নানা অসুবিধা হওয়া স্বাভাবিক কিন্তু আমাদের স্বেচ্ছাসেবী কর্মীরা সর্বদাই চেষ্টা করে অসুবিধাগুলো দ্রুত সমাধানের

'বিশ্বব্যাপী ধর্ম প্রচারে ইসলামের আলোকবাহকরা'-এ শ্লোগানে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার কনভেনশন সেন্টারে স্থানীয় সময় শুক্রবার ( ৮ আগষ্ট ) দুপুরে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় এ সম্মেলন এবং রোববার (১০ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত চলে এ সম্মেলন। প্রথম দিন শুক্রবার হাজার হাজার মুসলমানদের সমাগম ঘটে, যা গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি। তবে তিন দিনের এ সম্মেলনে ২০ সহস্রাধিকেরও বেশি বিভিন্ন দেশীয় ধর্মপ্রাণ প্রবাসী মুসলমান অংশ গ্রহণ করেন বলে আয়োজকরা জানিয়েছেন।

মার্কিন বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস'র এক প্রশ্নের জবাবে ইমাম দেলুয়ার হুসাইন বলেন, আগামীতে যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যগুলোতেও মুসলিম উম্মাহর মহাসম্মেলন করার চিন্তা করেছেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা)’র কর্মকর্তারা। ফিলাডেলফিয়ার প্রাণকেন্দ্র পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে একটানা সাত বছর ধরে মুনা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। উপযুক্ত ভ্যেনু পাওয়া গেলে আগামীতে যুক্তরাষ্ট্রের যে কোন রাজ্যে এ সম্মেলন করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, মুনা'র প্রথম সম্মেলনটি হয়েছিল নিউ ইয়র্কে। এরপর থেকে টানা সাত বছর ধরে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। ফিলাডেলফিয়ায় সম্মেলন হওয়ায় পেনসিলভানিয়া ও পার্শ্ববর্তী ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, ডেলাওয়ার, নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, ভারমন্ট, রোড আইল্যান্ডসহ অনেক রাজ্যের মানুষের গাড়ি চালিয়ে যাতায়াতের ব্যাপক সুবিধা রয়েছে। দুরের কোন রাজ্যে এ সম্মেলন হলে অনেকেই যাবার আগ্রহ হারাবে বলে উল্লেখ করেন তিনি।

পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারের মত বৃহৎ পরিসরের কোন ভেন্যু পাওয়া গেলে আগামীতে অন্য অঙ্গরাজ্যেও হতে পারে মুসলিম উম্মাহ মহাসম্মেলন। এ নিয়ে চিন্তাভাবনা চলছে, তবে কানাডায় সম্মেলন করার কোন চিন্তা আপাতত নেই বলে উল্লেখ করেন তিনি।

মতবিনিময় সভায় বিভিন্ন সংবাদকর্মীদের নানা পরামর্শ ও উপদেশ বিবেচনায় রেখে আগামীতে সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহে নানা অসুবিধাগুলো সমাধানের আশ্বাস দেন তিনি

তিনি আরও বলেন, মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা)’র একটি শক্তিশালী মিডিয়া টিম রয়েছে যার নেতৃত্ব দিচ্ছেন মুনা’র জাতীয় মিডিয়া পরিচালক আনিসুর রহমান গাজী, তাকে সহায়তা দিচ্ছেন মমিনুল ইসলাম মজুমদার ও রশিদ আহমেদ।

সভায় মুসলিম উম্মাহ মহাসম্মেলনর আহবায়ক ও নির্বাহী পরিচালক আরমান চৌধুরী (সিপিএ), মুনা’র জাতীয় সাবেক সভাপতি হারুন অর রশিদ সভাপতি মমিনুল ইসলাম মজুমদার, রশিদ আহমেদ, এম নুরুজ্জামান, আব্দুল্লাহ আল আরিফ ও আমিনুর রসুল জামশেদসহ বিভিন্ন অঙ্গরাজ্যের প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন