১৪ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় নিখোঁজ বাংলাদেশি তরুণের লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় নিখোঁজ বাংলাদেশি তরুণের লাশ উদ্ধার
নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লোগানভিল শহর থেকে ১০দিন আগে নিখোঁজ বাংলাদেশি তরুণ আলভিনের লাশের সন্ধান পেয়েছে লোগানভিল পুলিশ।গত বুধবার স্থানীয় গুনেট কাউন্টি লেক থেকে থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।তবে আলভিন আত্মহত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে। গত ১৭ জুলাই লোগানভিলের পাবলিক্স সুপার মার্কেটের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন বাংলাদেশি আমেরিকান ফার্মাসিস্ট আলভিনের আহমেদ (২৫)।এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পাবলিক্স সুপার মার্কেটের পার্কিংলট থেকে আলভিনের হোন্ডা সিভিক গাড়িটি দরজা খোলা অবস্থায় পুলিশ সনাক্ত করে। গাড়ির ভেতরে শুধু আলভিনের কর্মস্থলে ফার্মেসীর পোশাকটি পড়েছিল। পুলিশ ধারণা করছে সে তার গাড়ি পার্কিংলটে রেখে ২ মাইল পায়ে হেটে লেকের কাছে গিয়ে নিজের বন্ধুক দিয়ে আত্ম্যহত্যা করেছে। তার মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানা যায়।চলতি বছরের মে মাসে আলভিন এ বন্দুকটি কিনেছিল বলে ধারনা করছে পুলিশ। ঢাকার বাসাবোর অধিবাসী আলভিনের বাবা কামাল আহমেদ সস্ত্রীক প্রায় ত্রিশ বছর আগে যুক্তরাষ্ট্রে আসেন। কয়েক বছর আগে বাবা কামাল আহমেদ মারা যান। ছেলে আলভিন নিখোঁজের পর পূত্রশোকে মা পারভীন রওশন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বলে স্থানীয় কমিউনিটির একটি সূত্রে জানা গেছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন