১৫ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৫

বাংলাপ্রেস অনলাইন: ফের রক্তাক্ত আমেরিকা৷ এবার বন্দুকবাজের শিকার পাঁচজন নিরীহ মানুষ৷ বৃহস্পতিবার, ক্যালিফোর্নিয়া রাজ্যের বেকার্সফিল্ড এলাকায় হামলা চালায় এক বন্দুকধারী৷ ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচজন৷

সংবাদ সংস্থা ‘দ্য অ্যাসোসিয়েটেড প্রেস’ সূত্রে খবর, এদিন সকালে বেকার্সফিল্ডের একটি জনবহুল এলাকায় হামলা চালায় এক অজ্ঞাত পরিচয় বন্দুকধারী৷ অত্যাধুনিক রাইফেল থেকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে হামলাকারী৷ গুলিবিদ্ধ হন অনেকেই৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের৷ আহত বহু৷ এই ঘটনায় এলাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ শেরিফ ডনি ইয়ংব্লড জানান, ভোর ৫.৩০ নাগাদ ঘটনাটি ঘটে৷ নিজের স্ত্রীকেও এদিন হত্যা করেছে বন্দুকবাজ৷ শেষমেশ পালানোর পথ না পেয়ে আত্মহত্যা করে সে৷ ইতিমধ্যে এলাকাটিতে পৌঁছে গিয়েছে পুলিশ ও উদ্ধারকারী দল৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে৷ বন্দুকবাজের জঙ্গিযোগ খতিয়ে দেখা হচ্ছে ৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মানসিক অবসাদ থেকেই এই কাণ্ড ঘটিয়েছে হামলাকারী৷

উল্লেখ্য, ইউরোপ ও আমেরিকায় ক্রমেই বাড়ছে ‘লোন উলফ’ হামলা৷ এই ধরনের হামলায় সাধারণত হামলাকারীর সঙ্গে প্রত্যক্ষ যোগ থাকে না জঙ্গি সংগঠনের৷ ইন্টারনেটের মাধ্যমে এই হামলাকারীদের মগজধোলাই করা হয়৷ তারপর জেহাদের নাম এদের নিরীহ মানুষকে হত্যা করতে বলা হয়৷ তবে বিশেষজ্ঞদের মতে মানসিক অবসাদও অনেককে হিংস্র করে তোলে৷ বিশেষ করে আমেরিকায় এমন হামলা বেড়ে যাওয়ায়, বন্দুক বিক্রির উপর নিষেধাজ্ঞা জারির দাবি উঠছে| মার্কিন সংবিধানের মতে দেশের নাগরিকরা আত্মরক্ষার জন্য বন্দুক ব্যবহার করতে পারে| ফলে ওই দেশে অস্ত্রআইন অনেকটাই শিথিল| এবং কয়েকটি ডলার ফেললেই সহজে হাতে চলে আসে অত্যাধুনিক রাইফেলও৷

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন