
নিউ ইয়র্ক প্রতিনিধি: উত্তর আমেরিকাস্থ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন লুজিয়ানা চ্যাপ্টারের ষষ্ঠ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রচুর সংখ্যক বাংলাদেশি দর্শকরা উপস্থিত হয়ে উপভোগ করেন এ অনুষ্ঠান।
চিকিৎসা বিষয়ক কর্মশালায় আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা, লুইজিয়ানা চ্যাপ্টারের প্রেসিডেন্ট ডা. আবদুল বাসেত খান, জেনারেল সেক্রেটারি ডা. রেবেকা জামান, সাবেক প্রেসিডেন্ট ডা. সাঈদা সারোয়ার, ট্রেজারার ডা. আমজাদ চৌধুরী, সায়েন্টিফিক সেক্রেটারি ডা. মামুন-উর রহমান ও মেম্বার অ্যাট লার্জ ডা. মীর ফয়সালসহ অনেকেই।

পরে হৃদির নাচের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন শিল্পী তপন চৌধুরী। তাঁর গানে শ্রোতারা মুগ্ধ হয়। অনুষ্ঠানের মাঝে ছিল বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা। সেখানে চিকিৎসকদের দ্বারা রক্তচাপ পরিমাপ, ডায়াবেটিসসহ স্ট্রোক বিষয়ক পরামর্শ দেওয়া হয়। ব্লাড সুগার ও কোলেস্টেরল নির্ণয় করে তাৎক্ষণিকভাবে ফল জানার ব্যবস্থাও ছিল উক্ত অনুষ্ঠানে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]