বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় দলের দরজা রুদ্ধ থাকলেও থেমে নেই সাকিব আল হাসানের খেলা। একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন বাংলাদেশি অলরাউন্ডার। তারই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটেও খেলবেন তিনি।
কিছুদিন আগেই সাকিবের খেলার বিষয়টি নিশ্চিত করেছে তার দল আটলান্টা ফায়ার।এবার দলটির হয়ে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন তিন সংস্করণের সাবেক এক নম্বর অলরাউন্ডার। ক্লাবটির সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আটলান্টা ফায়ারে যোগ দিয়েছি এবং দলটির হয়ে মাইনর লিগ ক্রিকেট খেলব। আরো আনন্দের খবর হচ্ছে, ৩৯তম ফোবানার টাইটেল স্পন্সর আটলান্টা ক্রিকেট। ফোবানার উত্তরোত্তর সফলতা কামনা করছি।শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।’আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড হিসেবে আটালান্টা ফায়ারে খেলবেন সাকিব। বাংলাদেশের সাবেক অধিনায়ককে দলে নেওয়ার সময় নিজেদের সামাজিক মাধ্যমে তারা লিখেছে, ‘রোমাঞ্চের সঙ্গে আমরা জানাচ্ছি, ২০২৫ মাইনর লিগে আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে আটলান্টা ফায়ারে খেলবেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটে-বলে একজন গেম চেঞ্জার সাকিব।তার অভিজ্ঞতা, দক্ষতা আর তারকাখ্যাতি দলের শক্তি বাড়াবে। তার জাদু দেখতে প্রস্তুত থাকুন।’
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে বর্তমানে সিপিএলে খেলছেন সাকিব। ব্যাটিংটা মনমতো না হলেও, বল হাতে ভালো করছেন তিনি। এই টুর্নামেন্ট শেষেই মাইনর লিগে যোগ দেবেন।এবারের টি-টোয়েন্টি টুর্নামেন্টটি শুরু হবে ২৮ আগস্ট। আর শেষ হবে ২ অক্টোবর।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]