
বিশেষ প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কস গিভিং ডে’তে ধনী-গরীব সবাই মেতে ওঠে ঐতিহ্যবাহী টার্কি ভোজে। পারিবারিকভাবে প্রতিটি ঘরেই চলছে টার্কির মধ্যাহ্ন আর নৈশভোজ। মার্কিনীদের মতো প্রবাসী বাংলাদেশিরাও মেতে ওঠে এ উৎসবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে হালাল টার্কিতে থ্যাঙ্কসগিভিং ডে’র পার্টি আর নৈশভোজে মেতে ওঠে প্রবাসী বাংলাদেশিরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ডিসি,ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ফ্লোরিডা, টেক্সাস, জর্জিয়া, ওহাইও, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনাসহ বিভিন্ন অঙ্গরাজ্যের বড় বড় শহরগুলোতে বাংলাদেশিরা থ্যাঙ্কসগিভিং পার্টির আয়োজন করেছেন। সেখানে টার্কি নৈশভোজসহ সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে মধ্যরাত পর্যন্ত।

ঐসব এলাকায় মুসলমান মালিকানাধীন গ্রোসারির দোকানগুলোতে প্রচুর পরিমাণে হালাল টার্কি বিক্রি হয়েছে বলে জানা খবর পাওয়া গেছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]