১৪ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের শিকাগোতে গুলিতে নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
যুক্তরাষ্ট্রের শিকাগোতে গুলিতে নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
বাংলাপ্রেস অনলাইন: যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলিতে পাঁচজন নিরীহ মানুষের নিহত এবং অনেক মানুষের আহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘আমি আমার নিজের এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাদের প্রতি এবং আপনার মাধ্যমে নিহত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জানাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘এই শোকাবহ মুহূর্তে আমরা যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং আশা করি, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।’ বাংলাদেশের প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন। উল্লেখ্য গত রবিবার যুক্তরাষ্ট্রের শিকাগোত ৪৪ জন গুলিবিদ্ধ হয়েছে। এরমধ্যে মারা গেছে পাঁচজন। স্থানীয় রাত দেড়টা থেকে পরবর্তী তিন ঘণ্টায় ৩০ জন গুলিবিদ্ধ হয়। আর ১০টি ঘটনায় নিহত হয়েছে দুইজন। শিকাগো পুলিশ ব্যুরো অব পেট্রোলের প্রধান ফ্রেড ওয়ালার বলেন, রোববার রাতটা শিকাগো শহরের জন্য সহিংসপূর্ণ অভিজ্ঞতা ছিল। এগুলোর মধ্যে কিছু ঘটনা ছিল টার্গেটেড এবং অন্যগুলো গ্যাংয়ের মধ্যকার দ্বন্দ্ব। জানা গেছে, রবিবার মধ্যরাত থেকে দুপুর ২টা পর্যন্ত এই বন্দুক হামলার ঘটনা ঘটে। তবে রোববারের সহিংসপূর্ণ রাতের আগেও শুক্রবার ছয়টি বন্দুক হামলার ঘটনা ঘটে। ফ্রেড ওয়ালার বলেন, ২০১৭ সালের তুলনায় চলতি বছর বন্দুক হামলার ঘটনা ৩০ ভাগ এবং হত্যাকাণ্ডের ঘটনা ২৫ ভাগ কমে এসেছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন