Home বাংলাদেশসিলেট ধর্মপাশায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ধর্মপাশায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুরে আব্দুল রশিদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মনীন্দ্র চন্দ্র তালুকদার, সম্মানীত সদস্য গোলাম আজহারুল ইসলাম এর সঞ্চালনায়, প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। প্রধান বক্তা ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ।

বিশেষ অতিথি ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষাে অফিসার মাহবুবুল কবীর, ইউপি চেয়ারম্যানে মোজাম্মেল হোসেন ইকবাল, সঞ্জয় রায় চৌধুরী, মোকারম হোসেন, গোলাম ফরিদ খোকা, নাসরিন সুলতানা দিপা সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, শিক্ষার জন্য হাওরাঞ্চল এক দাফ এগিয়ে, গ্রামের মানুষ নিজের গ্রামেই ছেলে মেয়েদের পড়া লেখা করাতে পারছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বনেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান, হাওর পাড়ে শিক্ষার মানবৃদ্ধি করার জন্য। পরে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী