Home বাংলাদেশরংপুর রুহিয়ায় বীর মুক্তিযোদ্ধা খেলাফত হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রুহিয়ায় বীর মুক্তিযোদ্ধা খেলাফত হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset


দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি: মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও পানি উন্নয়ন বোর্ডের আবসার প্রাপ্ত কর্মচারী খেলাফত হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

গতকাল শনিবার রাত ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া সালেহিয়া মাদরাসা কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দুপুর তিনটার সময় রুহিয়া কর্ণফুলী বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের কলোনিতে গার্ড অব অর্নার দেয়া হয়।এ সময় ঠাকুরগাঁও সদরের সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম ও রুহিয়া থানার দায়িত্বপ্রাপ্ত উপ পরিদর্শক আকবর আলী বীর মুক্তিযোদ্ধা খেলাফত হোসেনকে রাষ্ট্রীয় সালাম দেন।

খেলাফত হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। শনিবার ভোর সাড়ে ৫টায় রুহিয়া কর্ণফুলী বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড কলোনিতে মৃত্যুবরণ করেন (ইন্না—-রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধা খেলাফত হোসেনের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামে। দীর্ঘ সময় পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেছেন। ২০০৩ সালে তিনি অবসরে যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী