Home রাজনীতিবিএনপি ২০১৪ ও ১৮’র মতো নির্বাচন কর‌তে চায় সরকার : ফখরুল

২০১৪ ও ১৮’র মতো নির্বাচন কর‌তে চায় সরকার : ফখরুল

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

ফাইল ফটো/ বাংলাপ্রেস

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব‌লেছেন, দে‌শের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা‌কে তামাশা বা‌নি‌য়ে ফে‌লে‌ছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ গায়ের জো‌রে টি‌কে থাক‌তে চায়।

তি‌নি আরও ব‌লেন, ২০১৪ ও ১৮ সা‌লের মতো আবা‌রও নির্বাচন কর‌তে চায় বর্তমান সরকার। তা হ‌তে দে‌ওয়া হ‌বে না।

শেখ হা‌সিনাকে পদত্যাগ, নির্দলীয় সরকা‌রের অ‌ধীনে নির্বাচন দি‌তে হ‌বে। সেজন্যই বিএন‌পি সাধারণ মানুষ‌কে নি‌য়ে আন্দো‌লনে নে‌মে‌ছে।

বুধবার বিকেলে শহ‌রে ইনস্টি‌টিউট প্রাঙ্গ‌নে পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতি‌থির বক্ত‌ব্যে মির্জা ফখরুল এসব কথা ব‌লেন।

‌‘এই আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালে রাতে নির্বাচন হয়েছে। ২০১৪ সালে আওয়ামী লীগের ১৫৪ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে’, বলেন বিএনপি মহাসচিব।

গত সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলমের ওপর নৌকার ব্যাজধারীদের হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তারা হিরো আলমকেও ছাড় দেয়নি। তারা কাউকে সহ্য করতে পারে না।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এবং সরকার যা নির্দেশ দেয় তারা তাই করে।

দিনাজপু‌রের বিভাগীয় কর্মসূচিতে অংশ নেয় জেলা ও উপ‌জেলাসহ রংপুর বিভা‌গের বিএন‌পির সকল অঙ্গ ও সহ‌যোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল থে‌কেই ব্যানার ফেস্টুন নি‌য়ে তারা দ‌লে দ‌লে সমা‌বেত হয়।

এর আগে ইনি‌স্টি‌টিউটের সাম‌নে থে‌কে এক‌টি পদযাত্রা বের ক‌রে শহ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে একই যায়গায় শেষ হয়।

কৃষক দ‌লের কেন্দ্রীয় সভাপ‌তি হাসান জা‌ফির তু‌হিনের সভাপ‌তি‌ত্বে পদযাত্রায় আরও উপ‌স্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠ‌নিক সম্পাদক আসাদুল হা‌বিব দুলু, জেলা বিএন‌পির সভাপ‌তি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখ‌তিয়ার আহ‌মেদ ক‌চি প্রমূখ।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী