Home রাজনীতিবিএনপি ইইউ’র পর্যবেক্ষক না পাঠানোই প্রমাণ করে আ.লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ফখরুল

ইইউ’র পর্যবেক্ষক না পাঠানোই প্রমাণ করে আ.লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ফখরুল

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের মুখে নিরপেক্ষ নির্বাচনের কথা বড় তামাশা। সরকার এখন থেকেই কারচুপির সকল চক্রান্ত শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক না পাঠানোর ঘোষণায় প্রমাণ হলো আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। চলমান এক দফার আন্দোলনের কিছু কর্মসূচি পরিবর্তন হওয়ার বিষয়টি জানাতে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি।

এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ২৪ সেপ্টেম্বর সারাদেশে জেলা ও মহানগরে সমাবেশ করবে বিএনপি। ৩ অক্টোবরের পরিবর্তে কুমিল্লা থেকে চট্টগ্রামের রোড মার্চ হবে ৫ অক্টোবর। তিন অক্টোবর ফরিদপুরে রোড মার্চ বা সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সেই সাথে ৪ অক্টোবর পেশাজীবী সমাবেশ হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

মির্জা ফখরুল বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে বিরোধী ধল দমনের মাত্রা বেড়েছে। আদালতকে ব্যবহার করে কথায় কথায় জামিন বাতিল করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

দেশ রক্ষায় ও মানুষের অধিকার রক্ষায় ক্ষমতা ছেড়ে দিতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী