ময়মনসিংহ প্রতিনিধি: বিএনপি নেতারা বলেছেন, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বাধা দিচ্ছে সরকার। ক্ষমতাসীনদের পতন ছাড়া রাজপথ ছাড়বে না বিএনপি নেতাকর্মীরা। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত রোডমার্চ শুরুর আগে সমাবেশ আর পথসভায় এসব কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ড. আব্দুল মঈন খান।
রবিবার (১ অক্টোবর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বগারবাজারে গণসমাবেশের মধ্য দিয়ে শুরু হয় রোডমার্চ। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত এ রোডমার্চে দলে দলে যোগ দেন নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ড. আব্দুল মঈন খান।
রোডমার্চ পূর্ব সমাবেশে বিএনপি নেতারা বলেন, নিজের ভোট নিজে দিতে হলে এ সরকারের পতন ঘটাতে হবে। সমাবেশ শেষে রোডমার্চের গাড়িবহর বগারবাজার থেকে রওনা হয় কিশোরগঞ্জের দিকে। একশ ১৪ কিলোমিটার এ রোডমার্চে বিভিন্ন পয়েন্টে পথসভা করে বিএনপি নেতারা।
৫ অক্টোবর কুমিল্লা-ফেনী-মিরসরাই হয়ে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চের মধ্য দিয়ে শেষ হবে বিএনপির এ ধাপের কর্মসূচি। চট্টগ্রামে রোডমার্চ শেষে সমাবেশ থেকে ঘোষণা করা হতে পারে পরবর্তী কর্মসূচি।
বিপি>আর এল