সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে দিরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের তরুণ-তরুণীদের নিয়ে দিরাই উপজেলা যুব ফোরাম কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায় দিরাই থানা পয়েন্টে জালালসিটি কনফারেন্স রুমে বে-সরকারী উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় আলমগীর হোসেন কে আহ্বায়ক, ফাহিমা খাতুন ও কেয়া দাস কে যুগ্ম আহ্বায়ক করে দিরাই উপজেলায় ৩০ সদস্য বিশিষ্ট যুব ফোরাম কমিটি গঠন করা হয়।
আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী রবিউল ইসলাম বাবুর সভাপতিত্বে ও রূপান্তরের ফিল্ড অফিসার আল ইমরান মুনার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা।
এ সময় উপস্থিত ছিলেন, ঊর্মি রানী সরকার, প্রজন্তি রানী দাস, পুজা রানী দাস, শ্রাবন্তী রানী দাস, আবু ইউসুফ খান, সুমি রায়, সাদিয়া খানম, তাহমিদা আক্তার, কানিজ ফাতেমা, কেয়া দাস, সাদিকা বেগম, ফাহমিদা আক্তার জেরিন, ইমন চৌধুরী, ফাহিমা বেগম, রিপা বেগম, মুন্নি বেগম, দুর্জয় দাস, আলমগীর, মাহফুজ সরদার, সুহান, বিউটি, জলি দাস প্রমূখ।
যুব ফোরাম আহ্বায়ক কমিটি আগামী দিন গুলোতে বিভিন্ন উন্নয়ন মুলুক সামাজিক কাজ করবে বলে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
বিপি/কেজে