Home বাংলাদেশসিলেট সুনামগঞ্জে রূপান্তর “আস্থা” প্রকল্পের অবহিতকরন সভা

সুনামগঞ্জে রূপান্তর “আস্থা” প্রকল্পের অবহিতকরন সভা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset


সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলায় রূপান্তর “আস্থা” প্রকল্পের অবহিতকরন সভা” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সার্কিট হাউজ এর সভা কক্ষে এ অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো:রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর মহা পরিচালক মিজানুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: রেজাউল করিম এর সঞ্চালনায় আস্থা প্রকল্প সম্পর্কে উপস্থাপন করেন রূপান্তর এর সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর হাসান তারেক।তিনি কার্যক্রম বাস্থবায়নের সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ, জেলার সরকারি কর্মকর্তা বৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ।

বক্তারা বলেন, আস্থা প্রকল্পটি একটি সময়োপযোগী প্রকল্প। সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাসমুক্ত, একটি সহনশীল ও অহিংসা সমাজ গঠনে যুবদের সম্পৃক্ত করণের মাধ্যমে সরকারের জাতীয় যুব নীতি-২০১৭ বাস্তবায়নে সহায়ক হবে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী