Home আন্তর্জাতিক ভারতে ঢুকছে মিয়ানমারের ৬০০ সেনা

ভারতে ঢুকছে মিয়ানমারের ৬০০ সেনা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং জান্তা সরকারের মধ্যে সংঘর্ষ ক্রমে বেড়েই চলছে। তবে এএ’র হামলায় টিকতে না পেরে পালিয়ে ভারতের মিজোরাম রাজ্যে ঢুকছে জান্তার শত শত সেনা। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কেন্দ্রীয় সরকারকে অবগত করে মিয়ানমার জান্তা সদস্যদের দ্রুত ফেরত পাঠানোর তাগিদ দিয়েছে মিজোরাম সরকার।

প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার সেনাবাহিনীর প্রায় ৬০০ সদস্য সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে। আরাকান আর্মি হামলা চালিয়ে জান্তা বাহিনীর ক্যাম্পগুলো দখল করেছে। ফলে জান্তারা পালিয়ে মিজোরামের লংটলাই জেলায় আশ্রয় নিয়েছে। মিজোরাম সরকারের একটি সূত্র জানিয়েছে, মিয়ানমারের এসব সেনাকে আসাম রাইফেলসের একটি ক্যাম্পে রাখা হয়েছে।

এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে জরুরি ভিত্তিতে কথা বলেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা। জানা যায়, মিয়ানমারের আশ্রিত এসব সেনাকে দ্রুত তাদের নিজ দেশে পাঠানোর ব্যাপারে তাগিদ দেয়া হচ্ছে। অতিসত্বর সেনাদের দেশে পাঠাতে না পারলে মিজোরামের পরিস্থিতি অবনতির আশঙ্কা করা হচ্ছে।

সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী লালদুহোমা। তিনি বলেন, সেনারা মিয়ানমার থেকে আমাদের দেশে আশ্রয়ের জন্য পালিয়ে আসছেন। আমরা মানবিক কারণে তাদের সাহায্য করছি। এখন পর্যন্ত প্রায় ৪৫০ সেনা সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

উত্তর মিয়ানমারের তিন বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং আরাকান আর্মির (এএ) সমন্বয়ে গঠিত ‘ব্রাদারহুড অ্যালায়েন্স’ গত বছরের অক্টোবর থেকে জান্তা বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত লড়াই শুরু করে। এরপর থেকেই বেকায়দায় দেশটির ক্ষমতাসীন সরকার।

বিপি/টিআই

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী