বাংলাপ্রেস ডেস্ক: ভাষার মাস পুরো ফেব্রুয়ারী জুড়ে চলবে বাঙালির প্রাণের মেলা, অমর একুশে বই মেলা। বই মেলা শুধু হতে আর মাত্র এক দিন। স্টল গুলোর সাজসজ্জার কাজ চলছে পুরো দমে। এবারের বই মেলায় প্রকাশিত হতে যাচ্ছে শান্ত আহম্মেদ এর নতুন কবিতার বই “নগ্ন নির্জন হাত” বইটি প্রকাশিত হবে ঘাসফল প্রকাশনী থেকে (১৭৪-৪৮)। এটি শান্ত আহম্মেদ এর চতুর্থ বই। শান্ত আহম্মেদ এর জন্ম লক্ষ্মীপুর জেলার, রামগতি উপজেলার চর-আলেকজান্ডার গ্রামে। বাবা জনাব মুহাম্মদ কামাল উদ্দীন ছিলেন আলেকজান্ডার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং রামগতি-কমলনগর উপজেলার শিক্ষক সমিতির সভাপতি। মা সেলিনা কামাল একজন বিশুদ্ধ বাঙালি গৃহিণী। পাঁচ বোন ও তিন ভাইয়ের মধ্যে শান্ত আহম্মেদ সপ্তম। শান্ত আহম্মেদ আ স ম আব্দুর রব সরকারি কলেজে অর্ধায়নরত আছেন। বর্তমনে তিনি বিবিএস ফাইনাল ইয়ারের শিক্ষার্থী। শান্ত আহম্মেদ রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, লক্ষ্মীপুর ম্যাথ ক্লাবের প্রচার সম্পাদক, আরএসসিডি ডিবেট ক্লাবের ইভেন্ট প্ল্যানার ও কো-অর্ডিনেটর এবং আলেকজান্ডার শিশু মেলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক হিসেবে আছেন। দুই হাজার বিশ এ শান্ত আহম্মেদ আ স ম আব্দুর রব সরকারি কলেজ থেকে কৃতি শিক্ষার্থী সম্মাননা পান। দুই হাজার বাইশ এ লক্ষ্মীপুর লেখক পাঠক ফোরাম থেকে লেখক সম্মাননা পান।
নতুন বই সম্পর্কে জানতে চাওয়া হলে শান্ত আহম্মেদ বলেন, এটি আমার চতুর্থ বই। ঘাসফুল প্রকাশনী (১৪৭-৪৮) থেকে আসবে। আমার শুরুটা ঘাসফুল থেকেই। প্রথম বই “একটি রক্ত পলাশ বৃক্ষ” প্রকাশিত হওয়ার কথা সব চেয়ে বেশি মনে পরে। আমি তখন বাচ্চা মানুষ ছিলাম। ঐ বয়সে বই আসা, অটোগ্রাফ দেওয়া, মানুষ এসে ছবি তোলা, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ, নিউজ সব কিছু কেমন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছিল। এত বড় বই মেলা যেখানে হাজার হাজার মানুষ সেখানে আমাকে নিয়ে সামান্য ভীড় আমাকে অনেক বেশি আপ্লুত করেছে, কৃতজ্ঞ করেছে। তবে প্রতিবারই যখন বই আসে আমি অনেক বেশ উচ্ছ্বসিত থাকি। আমি লিখি মূলত আমার কথা এবং ভাবনা গুলোই। যখন আমার নিজের কথা এবং ভাবনা অন্য অনেকের সঙ্গে মিলে যায়, অনেকেই যখন নিজেদের রিলেট করতে পারেন আমার লেখার সঙ্গে তখন আনন্দ হয়। সাহস পাই আরও লিখতে। এতো বড় বই মেলা যখন আমাকে নিয়ে আমার বই নিয়ে সামান্য ভীড় হয় তখন আর আমার পাওয়ার কিংবা চাওয়ার কিছু থাকে না। তবে আমার মনে হয় এখনও আমি আমার সেরাটা দিতে পারিনি। আমি লেখালেখি নিয়ে আরও বেশি করাজ করতে চাই, করবো ইনশাআল্লাহ্৷ সামনে প্ল্যান আছে বিস্তৃত বিষয় নিয়ে কাজ করার। হিস্ট্রিকাল বিষয় এর প্রতি ইদানীং একটা ঝোঁক দেখছি নিজের। এ বিষয়ে লেখা আসতে পারে সামনে।
বিপি/টিআই