Home রাজনীতিবিএনপি সীমান্তের ঘটনায় মানুষ উদ্বিগ্ন হলেও সরকার নির্বিকার

সীমান্তের ঘটনায় মানুষ উদ্বিগ্ন হলেও সরকার নির্বিকার

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: ব্যর্থতা ঢাকতে সরকার সবকিছুতে বিএনপিকে দোষারোপ করছে বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, মিয়ানমার সীমান্তের ঘটনা নিয়ে সারাদেশের মানুষ উদ্বিগ্ন হলেও সরকার নির্বিকার। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এমনটা দাবি করেন তিনি।

রিজভী বলেন, বিরোধী দল দমনে সরকারের আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করছে। কারাবন্দী দলের মহাসচিব মির্জা ফখরুলসহ সিনিয়র নেতারা অসুস্থ হলেও তাদের মুক্তি দেয়া হচ্ছে না।

কারাগারে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে- এমন অভিযোগ করে তিনি বলেন, বন্দী অবস্থায় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী মারা গেছে। এসব ‘হত্যাকাণ্ডের’ আন্তর্জাতিক তদন্তের দাবি জানাচ্ছে বিএনপি।

৭ জানুয়ারির নির্বাচন সারাবিশ্বে প্রত্যাখ্যাত হয়েছে দাবি করে রিজভী বলেন, ভারত সরাসরি যেভাবে এ নির্বাচন সমর্থন করছে। এতে বুঝা যায় তারা নিজ দেশে শক্তিশালী গণতন্ত্র চাইলেও বাংলাদেশে প্লাস্টিক গণতন্ত্র চায়।

বিপি/টিআই

 

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী