Home বাংলাদেশ গৌরীপুরে একুশে পদকপ্রাপ্ত মরহুম হাতেম আলী মিয়ার পরিবারকে সম্মাননা স্মারক প্রদান

গৌরীপুরে একুশে পদকপ্রাপ্ত মরহুম হাতেম আলী মিয়ার পরিবারকে সম্মাননা স্মারক প্রদান

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ প্রতিনিধি: মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে একুশে পদক-২০২৪ (মরণোত্তর) প্রাপ্ত ভাষা সৈনিক, গণপরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়ার পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে ।

হাতেম আলী মিয়ার ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরে হাতেম আলী রোডস্থ স্বজন সমাবেশ মিলনায়তনে স্মরণ সভায় মরহুমের সুযোগ্য পুত্র হারুন অর রশিদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর বর্ষিয়ান রাজনীতিবিদ হাতেম আলী মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কর্মসূচীর মধ্যে ছিল- স্মরণসভা, দোয়া মাহফিল, হাতেম আলীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও একুশে পদক অর্জন করায় পরিবারকে সম্মাননা প্রদান।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ বলেন, হাতেম আলী মিয়া ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক, দেশের জন্য যুদ্ধ করেছেন। মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে তার বাসভবনটি ছিলো নিয়ন্ত্রণক্ষ ।

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি আবুল ফজল মুহাম্মদ হীরার সভাপতিত্বে ও পৌর কমিটির সভাপতি মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ ( জিএম) উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক প্রচার সম্পাদক নুরুল হক, সংগীত নিকেতনের পরিচালক এম.এ হাই, সরকার শুদ্ধ সংগীত বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মালেক সরকার, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির উপপ্রচার সম্পাদক মো. রইছ উদ্দিন, মরহুমের সন্তান মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার চন্দ প্রমুখ ।

বিপি/কেজে

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী