Home বিনোদন অভিনেত্রী বিপাশা বসু অসুস্থ্য, হাসপাতালে ভর্তি

অভিনেত্রী বিপাশা বসু অসুস্থ্য, হাসপাতালে ভর্তি

by bnbanglapress
A+A-
Reset


বাংলাপ্রেস ঢাকা: বলিউড অভিনেত্রী বিপাশা বসু অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন একটি হাসপাতালে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মুম্বইয়ের হিন্দুজা হেলথকেয়ার হাসপাতালে গত কয়েক সপ্তাহ ধরেই অভিনেত্র্রীর নিয়মিত চেক আপ চলছিল। শুক্রবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

কী হয়েছে বলিউডের নায়িকার? ওই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, শ্বাসপ্রশ্বাসজনিত অসুখে ভুগছেন বিপাশা। বেশ কিছুদিন ধরেই অসুস্থ তিনি। মুম্বইয়ের ওই হাসপাতালের চিকিৎসকরা বিপাশার চিকিৎসা করছিলেন। কিন্তু তাঁর শরীরের অবস্থা আরও খারাপ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়।

কিছুদিন আগেই শোনা গিয়েছিল বিপাশা নাকি গর্ভবতী। সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও ভাইরাল হয়েছিল। সেই ছবিতে দেখা গিয়েছিল নীল পোশাক পরিহিত বিপাশাকে। নেটিজেনদের মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছিল, ছবিতে বিপাশার ‘বেবি বাম্প’ দেখা যাচ্ছে। যদিও পরে খোদ বিপাশা জানিয়ে দেন, ওটা নিছকই গুজব।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী