Home প্রবাস নিউ ইয়র্কে বাংলাদেশি ৪১ ব্যবসায়ী ও শিল্পী পেলেন এনআরবি পুরুস্কার

নিউ ইয়র্কে বাংলাদেশি ৪১ ব্যবসায়ী ও শিল্পী পেলেন এনআরবি পুরুস্কার

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

 

ইমা এলিস: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনাবাসী বাংলাদেশি (এনআরবি) ১৪ তম পুরুস্কার পেলেন দেশ ও প্রবাসের শিল্পী ও কলা-কুশলীসহ ৪১ জন। স্থানীয় সময় রোববার (১ ডিসেম্বর) রাতে কুইন্স প্যালেসের মিলনায়তনে শো টাইম মিউজিক এনআরবি নামে এ পুরুস্কারের আয়োজন করেন। অনুষ্ঠানে একে একে ৪১ জন ভাগ্যবান শিল্পী ও কলা-কুশলীর নাম ঘোষনা করেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। প্রবাসের বাংলাদেশি ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে প্রবাসের উদীয়মান শিল্পী, কলা-কুশলীরাও পেয়েছেন বেশ কয়েকটি পুরুস্কার।
এবারে নিউ ইয়র্কে অনাবাসী বাংলাদেশি (এনআরবি) পুরুস্কার যারা পেয়েছেন তারা হলেন-সোশ্যাল মিডিয়া তারকা প্রিসিলা, শিল্পী অনিক রাজ, শিল্পী মিতু মাহমুদ, সিলেট মোটর গাড়ির ডিলার, শিল্পী কামরুল ইসলাম, কুইন্স প্যালেসের সৈয়দ মুস্তাকিম, কুইন্স প্যালেসের রাবু, এক্টিভিস্ট আবদুর রহমান, এক্টিভিস্ট আবু তালেব চান্দু, নারী উদ্যোক্তা রানো নওয়াজ, নারী উদ্যোক্তা মুনমুন হাসিনা,বাংলা ট্রাভেলসের  বেলাল হোসেন, চ্যান্সেলর আবু বকর হানিপ, ইমিগ্রান্ট হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও গিয়াস আহমেদ, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ, ইস্টার্ন ইনভেস্টমেন্টের প্রেসিডেন্ট নুরুল আজিম, nগ্লোবাল এমএস ইঙ্কের তারেক হাসান খান, মোহাম্মদ খালেক,  নোয়া ডিস্ট্রিবিউটরের সত্বাধিকারী বিলাল চৌধুরী, ক্রেডিট কোরের মোহাম্মদ এ কাশেম, মোঃ খলিলুর রহমান, বেঙ্গল হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ জামিল হোসেন, সিপিএ মোহাম্মদ চিশতী, এক্টিভিস্ট হাসান জিলানী, সানম্যান গ্লোবাল এক্স কর্পোরেশন, আশরাফ চৌধুরী খোকন, আহসান হাবীব, এম এ হোসেন সেলিম, আবদুর রশিদ বাবু, রিদুয়ান হক, ডিজিটাল ট্রাভেলস, ফটো সাংবাদিক নেহার সিদ্দিক, ফটো সাংবাদিক তুষার, ডাঃ বর্নালী হাসান, সাংবাদিক আব্দুল আউয়াল মিন্টু, শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী রেশমি মির্জা, ফ্যাশন ডিজাইনার মানহা ক্লোজেট, সামাজিক কর্মী শাহানাজ হোসেন, অ্যাঙ্কর মিয়া মোহাম্মদ দুলাল, শিল্পী কামরুজ্জামান বকুল ও  সামাজিক কর্মী খায়রুল ইসলাম খোকন। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে নাচ ও গান।

শো টাইম মিউজিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর খান আলম বলেন, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে একটানা ১৪ বছর ধরে এ অনুষ্ঠানটি পরিচালনা করে আসছি। অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতির জন্য এক বছর ধরে টিম ওয়ার্ক করতে হয়। কাজটি কষ্ট সাধ্য হলেও ১৩ বছর ধরে শো টাইম মিউজিকের ধারাবাহিকতা রক্ষা করে আসছি। এবারে আশানুরুপ ভাবে সাফল্য করতে সক্ষম হয়েছি। অনুষ্ঠানটি যেভাবে পরিকল্পনা করা হয়েছিলো তা সার্থক হয়েছে। আগামীতেও এভাবে ডাকে সাড়া দিয়ে আমাদেরকে আরো উৎসাহিত করবেন। তিনি সকল পৃষ্ঠপোষক ও শিল্পী, কলা-কুশলীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন শাহ নেওয়াজ, নুরুল আজিম, মোঃ হোসেন জামিল, খলিলুর রহমান, আহসান হাবিব, আব্দুর রশিদ বাবু ও হাসান জিলানী। সঙ্গীত পরিবেশন করেন  বাংলাদেশ থেকে আগত শিল্পী টিনা রাসেল, অংকন ইয়াসমিন, প্রতিক হাসা্‌ কামরুল ইসলাম, রানো নেওয়াজ, অনিক রাজ ও মিতু মাহমুদ।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী