নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় মানুষের ভিড়ের মধ্যে ট্রাক উঠিয়ে দেওয়া হয়েছে। এ সময় চালক গুলিও করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।
নিউ অরলিন্সের জরুরি পরিস্থিতি প্রস্তুতি প্রোগ্রাম নোলা রেডি বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, অষ্টম ডিস্ট্রিক্টে এখন বহু হতাহতের একটি ঘটনা সামলানো হচ্ছে। একটি ট্রাকের মাধ্যমে এ ঘটনা ঘটেছে। ট্রাকটি ক্যানাল অ্যান্ড বুরবোন স্ট্রিটে বড় একটি জনসমাগমের মধ্যে উঠিয়ে দেওয়া হয়েছে। ৩০ জন আহত হয়েছেন এবং ১০ জনের প্রাণহানি ঘটেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, একটি ট্রাক দ্রুতগতিতে ভিড়ের মধ্যে উঠিয়ে দেওয়া হয়। এরপর চালক লাফ দিয়ে নেমে একটি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করেন। তখন পুলিশ পাল্টা গুলি ছোড়ে।
শেখ হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে নাশেখ হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না
নিউ অরলিন্সের পুলিশ সুপার অ্যান কার্কপ্যাট্রিক বলেছেন, এই ঘটনায় কতজন হামলার শিকার হয়েছেন এবং এদের মধ্যে কতজন পর্যটক এবং কতজন স্থানীয় তা স্পষ্ট নয়। হামলার সময় ওই ট্রাক ড্রাইভার পুলিশ কমকর্তাদেরও গুলি ছোড়ে। এতে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
অবসরে যাওয়া চালককে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে দিলেন জেলা প্রশাসকঅবসরে যাওয়া চালককে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে দিলেন জেলা প্রশাসক
এফবিআইয়ের বিশেষ এজেন্ট আলথিয়া ডানকান জানান, এটি একটি সন্ত্রাসী ঘটনা নয়। তিনি বলেন, ঘটনাস্থলে “ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস” পাওয়া গেছে এবং সেটি “ভালো” ডিভাইস কিনা তা খুঁজে বের করার জন্য কাজ করা হচ্ছে।
বিপি।এসএম