Home আন্তর্জাতিক যুদ্ধ শুরুর পর গাজার জনসংখ্যা ৬ শতাংশ কমেছে

যুদ্ধ শুরুর পর গাজার জনসংখ্যা ৬ শতাংশ কমেছে

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় ১৫ মাস ধরে হামাসের বিরুদ্ধে যুদ্ধের নামে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তাদের চলমান হত্যাযজ্ঞ যুদ্ধ শুরুর পর গত ১৫ মাসে গাজার জনসংখ্যা ৬ শতাংশ কমেছে। ফিলিস্তিনের পরিসংখ্যান দপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরার।

ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর (পিসিবিএস) জানিয়েছে, যুদ্ধের কারণে লাখের মতো ফিলিস্তিনি গাজা ছাড়তে বাধ্য হয়েছেন। এ ছাড়া আরও ৫৫ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক এখন জীবন সংশয়ে আছেন।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৪৫ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। এ ছাড়া ১১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। গাজার শাসক হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যের বরাতে এসব তথ্য জানিয়েছে পিসিবিএস।

প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, এবারের যুদ্ধ শুরুর পর থেকে ২১ লাখ বাসিন্দার গাজা উপত্যকার মোট জনসংখ্যা প্রায় ১ লাখ ৬০ হাজার কমে গেছে। এর অর্থ হলো, গাজা উপত্যকায় সামরিক ও বেসামরিক সব ধরনের মানুষের ওপর ইসরায়েলি বাহিনী ব্যাপক নৃশংস আগ্রাসন চালাচ্ছে।

এদিকে পিসিবিএসের হালনাগাদ তথ্যের বিষয়ে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তাদের দেশের বদনাম করার উদ্দেশ্যে ফুলিয়ে-ফাঁপিয়ে ও কারসাজি করে এসব বানোয়াট তথ্য দেয়া হয়েছে।

বিপি/টিআই

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী