নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি হোটেলের বাইরে টেসলা সাইবার ট্রাক বিস্ফোরণে চালক নিহত এবং ৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদসংস্থা বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের বাইরে জ্বালানি ক্যানিস্টার ও আতশবাজি মর্টার ভর্তি একটি টেসলা সাইবার ট্রাক বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ট্রাকটি কলোরাডো থেকে ভাড়া করা হয়েছিল এবং বিস্ফোরণের কিছু আগে বুধবার সকালে শহরে পৌঁছায়। হোটেলের সামনে একটি প্রবেশ পথের কাছে পার্ক করা গাড়িটি ধোঁয়া ছাড়তে শুরু করে, তারপর বিস্ফোরিত হয়।
এ ঘটনার পর এক ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, হোয়াইট হাউস ঘটনাটির ওপর নজর রাখছে এবং নিউ অরলিন্সে হামলার সঙ্গে সম্ভাব্য কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে নিউ অরলিন্সে নতুন বছর উদযাপনে গাড়ি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল সাংবাদিকদের বলেছেন, ‘শক্তিশালী বিস্ফোরণের আগে ট্রাম্পের সমর্থক ইলন মাস্কের কোম্পানির একটি বৈদ্যুতিক গাড়িকে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের কাঁচের প্রবেশ পথের দিকে টেনে নিয়ে যেতে দেখা গেছে।’
ম্যাকমাহিল বলেছেন, বিস্ফোরণে সাইবার ট্রাকের ভিতরে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়া সাতজন সামান্য আহত হয়েছে। তিনি বলেছেন, হোটেল থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি পরে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ট্রাকের পিছনে পেট্রোল ও ক্যাম্পিং জ্বালানি এবং ক্যানিস্টারের পাশাপাশি বিপুল পরিমাণ আতশবাজি ছিল।
বিপি।এসএম