Home আন্তর্জাতিক মোদি যুক্তরাষ্ট্র ছাড়তেই ‘প্রতিশোধমূলক শুল্ক’ চাপানোর ঘোষণা ট্রাম্পের

মোদি যুক্তরাষ্ট্র ছাড়তেই ‘প্রতিশোধমূলক শুল্ক’ চাপানোর ঘোষণা ট্রাম্পের

by bnbanglapress
A+A-
Reset

 

নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার মাটি ছাড়তেই নতুন শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়ে দিলেন, এবার গাড়ি ও বাইকের ওপরে আমদানি শুল্ক চাপাবে আমেরিকা।

নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগেই ট্রাম্প এই সংক্রান্ত ঘোষণা করেছিলেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার মাটি ছাড়তেই নতুন শুল্ক আরোপের কথা ঘোষণা করেন ট্রাম্প।

ট্রাম্প জানান, ২ এপ্রিল এই নতুন শুল্ক নিয়ে বিস্তারিত ঘোষণা করবেন তিনি। বিভিন্ন অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থা যাতে আমেরিকায় গাড়ি তৈরি করতে শুরু করে, এজন্যই এই নতুন শুল্ক আরোপের পথে হাঁটা হবে।

এর আগে ট্রাম্প বলেছিলেন, চড়া শুল্কের কারণে ভারতে ব্যবসা করা অত্যন্ত কঠিন। সাধারণত বিশ্বের যেকোনো দেশের তুলনায় মার্কিন পণ্যের ওপরে বেশি শুল্ক ধার্য করে ভারত। সেই পরিস্থিতিতে এবার থেকে ভারত মার্কিন পণ্যের ওপরে যে হারে শুল্ক চাপাবে, সেই হারেই ভারতীয় পণ্যের ওপরে শুল্ক ধার্য করা হবে।

ট্রাম্প বলেন, ‘বাণিজ্যের ক্ষেত্রে সুবিচারের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতিশোধমূলক শুল্ক চাপাব। অর্থাৎ যে দেশ আমেরিকার পণ্যের ওপরে যতটা শুল্ক চাপাবে, ঠিক ততটাই শুল্ক চাপানো হবে ওই দেশের ওপরে। বেশিও না, কমও না।’

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী