নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউসের সামনে সন্দেহভাজন এক সশস্ত্র যুবককে গুলি করেছে দেশটির সিক্রেট সার্ভিস। তবে এই ঘটনায় অন্য কেউ হতাহত হয়নি। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এরপর রবিবার হোয়াইট হাউস এই তথ্য প্রকাশ করে।
মার্কিন সিক্রেট সার্ভিস জানায়, অভিযুক্ত ওই ব্যক্তি হোয়াইট হাউসের অত্যন্ত কাছে চলে এসেছিলেন। নিরাপত্তারক্ষীরা তাকে থামানোর চেষ্টা করলে বন্দুক তাক করেন যুবক। এসময় সন্দেহভাজন ওই যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয়।
জানা গেছে, বন্দুকধারী ওই যুবক আমেরিকার ইন্ডিয়ানার বাসিন্দা। সেখান থেকে ওয়াশিংটন ডিসিতে এসেছিলেন তিনি। নিরাপত্তাবাহিনীর গুলিতে গুরুতর জখম অবস্থায় বর্তমানে তিনি চিকিৎসাধীন।
ইউএসএ টুডের প্রতিবেদন অনুসারে, ইন্ডিয়ানা থেকে ওয়াশিংটন ডিসির দিকে একজন যেতে পারে বলে পুলিশ খবর দিয়েছিল সিক্রেট সার্ভিস এজেন্টদের। মাঝরাতে ওই ব্যক্তির গাড়িটি দেখতে পাওয়া যায়। সেটা পার্কিং করা ছিল। এরপর একজনকে যেতে দেখা যায়। তার সঙ্গে বিবরণ মিলে যায়। এরপর অফিসার এগিয়ে যেতেই এমন পরিস্থিতির তৈরি হয়।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি।এসএম