নোমান সাবিত: সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট বলা হয়েছে ট্রাম্প প্রশাসনের দায়িত্ব হলো মেরিল্যান্ডের বাসিন্দা কিলমার আবরেগো গার্সিয়ার প্রত্যাবর্তনে ‘সহায়তা’ করা, ‘বাস্তবায়ন’ নয়। তাকে ভুলবশত এল সালভাদরে নির্বাসিত করা হয়েছিল। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, “সুপ্রিম কোর্ট গতরাতের রায়ে খুব পরিষ্কারভাবে জানিয়েছে যে, প্রশাসনের দায়িত্ব হলো প্রত্যাবর্তনে ‘সহায়তা করা, বাস্তবায়ন নয়।’
লেভিটকে প্রশ্ন করা হয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্প কি চান এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে যেন কিলমার আবরেগো গার্সিয়াকে যাকে ইউএস থেকে তার নিজ দেশের একটি কারাগারে পাঠানো হয়েছে তাকে সঙ্গে নিয়ে আসেন, যখন তিনি আগামী সপ্তাহে হোয়াইট হাউসে আসবেন।
উত্তরে লেভিট বলেন, ‘আমি মনে করি, বিচার বিভাগ নিন্ম আদালতে আরেকটি ব্রিফ জমা দিয়েছে। এ বিষয়ে সর্বশেষ আপডেটের জন্য আমি আপনাদের ওখানেই রেফার করছি।’
লেভিট প্রেস ব্রিফিং দেওয়ার সময়ই, মামলার দেখভালকারী ফেডারেল বিচারক বিচার বিভাগের প্রতি ক্ষোভ প্রকাশ করেন কারণ তারা এল সালভাদরে ভুলবশত নির্বাসিত ব্যক্তির বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী তথ্য দিতে ব্যর্থ হয়েছে।
ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ড্রু এনসাইন একাধিকবার বলেন, আবরেগো গার্সিয়ার বর্তমান অবস্থান বা তার প্রত্যাবর্তনের কোনো আপডেট নেই। তিনি জানান, প্রশাসন এখনো বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের রায়ের বিশ্লেষণ করছে।
এদিকে, লেভিটের মন্তব্যের একটি ভিডিও শেয়ার করে ট্রাম্প হোয়াইট হাউসের র্যাপিড রেসপন্স এক্স অ্যাকাউন্টে কিলমার আবরেগো গার্সিয়াকে ‘নির্বাসিত এমএস-১৩ গ্যাং সদস্য ও মানব পাচারকারী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে হোয়াইট হাউস এখনও পর্যন্ত কোনো প্রমাণ উপস্থাপন করেনি যে গার্সিয়ার কোনো গ্যাং সংশ্লিষ্টতা বা অপরাধমূলক রেকর্ড আছে, যেগুলো সাধারণত প্রকাশ্য তথ্য।
সুপ্রিম কোর্ট একটি ফেডারেল বিচারকের আগের আদেশ বহাল রেখেছে, যেখানে বলা হয়েছিল আবরেগো গার্সিয়ার প্রত্যাবর্তনে প্রশাসনকে সহায়তা করতে হবে। গার্সিয়া মেরিল্যান্ডে বসবাস করতেন এবং ২০১৯ সালে একজন অভিবাসন বিচারক তাকে নির্বাসনের হাত থেকে রক্ষা করেছিলেন এল সালভাদরে সহিংসতার শিকার হওয়ার আশঙ্কায়।
প্রশাসন স্বীকার করেছে যে আবরেগো গার্সিয়াকে ভুলবশত যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তবে তারা এটিকে একটি ‘প্রশাসনিক ত্রুটি’ হিসেবে দেখিয়েছে এবং যুক্তি দিয়েছে যে, তাকে সালভাদরের নিয়ন্ত্রণে পৌঁছানোর পর আদালতের পক্ষে তার প্রত্যাবর্তন আদায় করা সম্ভব নয়।
এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে সোমবার হোয়াইট হাউসে আসছেন। লেভিট জানান, ‘বর্তমানে দুই দেশের মধ্যে সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে’ বিশেষ করে ‘সেই সালভাদরিয়ান গ্যাং সদস্যদের পুনঃপ্রেরণ’ ইস্যুতে, যারা আগের প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল।
লেভিট আরও জানান, দুই নেতা ‘ডিপোর্ট হওয়া অভিবাসীদের জন্য একটি সুপারম্যাক্স কারাগার ব্যবহারের’ বিষয়েও আলোচনা করবেন, যদিও ওই কারাগারে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি।এসএম