মিনারা হেলেন: অনলাইনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টদের আক্রমণ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে পেনসিলভানিয়ার বাটলারের বাসিন্দা শন মনপার (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ফেডারেল ক্রিমিনাল কোর্টে অভিযোগ দায়ের করা হয়।
অ্যাটর্নি জেনারেল পামেলা বোনডি বলেন, তার হুমকি বাস্তবায়নের আগেই তাকে শনাক্ত ও গ্রেপ্তার করতে পেরেছে,বলে আমি এফবিআই এবং বাটলার টাউনশিপ পুলিশ বিভাগের অসাধারণ ও সাহসী তদন্ত কাজের প্রশংসা করছি। তারা সৌভাগ্যক্রমে এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রেসিডেন্ট ট্রাম্প এবং নিরীহ আমেরিকান নাগরিকদের প্রাণনাশের হুমকি যেখানে-সেখানে যেভাবেই হোক না কেন, বিচার বিভাগের পক্ষ থেকে আমরা অপরাধীকে খুঁজে বের করব, গ্রেফতার করব এবং আইনের সর্বোচ্চ মাত্রায় শাস্তির ব্যবস্থা করব বলে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল।
ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট অব পেনসিলভানিয়ার ভারপ্রাপ্ত ইউএস অ্যাটর্নি ট্রয় রিভেট্টি অ্যাটর্নি জেনারেল বোনডির সঙ্গে এক যৌথ ঘোষণায় এই অভিযোগ প্রকাশ করেন।
ফেডারেল অভিযোগ অনুযায়ী, গত ৮ এপ্রিল, এফবিআই -এর ন্যাশনাল থ্রেট অপারেশন সেকশন (এনটিওএস) ইউটিউবে ‘মিস্টার সাটান’ নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হুমকির বিষয়ে জরুরি তথ্য পায়। তদন্তে দেখা যায়, এই হুমকিগুলি ১৫ জানুয়ারি থেকে ৫ এপ্রিল-এর মধ্যে পোস্ট করা হয়। পরে ইন্টারনেট কার্যকলাপ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায়, ‘মিস্টার সাটান’ অ্যাকাউন্টটি শন মনপার-এর ঠিকানার সাথে সম্পর্কিত।
ভারপ্রাপ্ত ইউ.এস অ্যাটর্নি ট্রয় রিভেট্টি-এর মতে, ট্রাম্পের অভিষেকের কিছুদিন পরই মনপার অস্ত্র বহনের অনুমতিপত্র পান এবং ফেব্রুয়ারিতে ইউটিউবে মন্তব্য করেন যে তিনি “একাধিক বন্দুক কিনেছেন এবং ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে গুলি মজুত করছেন।
মার্চ মাসে, মনপার অভিযোগ অনুযায়ী বলেন, তিনি একটি গণহত্যা ঘটাতে যাচ্ছেন, এবং তিনি নির্বাচনের পর থেকে প্রতি মাসে একটি করে বন্দুক, গুলি এবং বডি আর্মার কিনছেন।
উল্লেখ্য, বাটলারই ছিল সেই স্থান, যেখানে ১৩ জুলাই, ২০২৪-এ, বেটেল পার্কের ২০ বছর বয়সী থমাস ম্যাথু ক্রুকস প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালান। এক গুলি ট্রাম্পের কানে লেগে যায়, আরেকটি গুলি স্বেচ্ছাসেবী দমকলকর্মী কোরি কমপেরাটোর-কে হত্যা করে। বুধবার মনপারকে গ্রেফতার করা হয় এবং তিনি বর্তমানে আটক রয়েছেন। তার প্রাথমিক শুনানি আগামী সোমবার দুপুর ১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি।এসএম