Home রাজনীতিবিএনপি পুনঃনির্বাচন চেয়ে ইসিতে ঐক্যফ্রন্টের স্মারকলিপি

পুনঃনির্বাচন চেয়ে ইসিতে ঐক্যফ্রন্টের স্মারকলিপি

by Dhaka Office
Published: Updated:
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরূল হুদার কাছে স্মারকলিপি দিয়েছে।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকেল ৩ টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে যান প্রতিনিধি দলের সদস্যরা।

স্মারকলিপিতে মোট আটটি দাবি তুলে ধরা হয়েছে। ঐক্যফ্রন্টের যে সাত নেতা ইসিতে যান তারা হলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. মঈন খান, জেএসডির সভাপতি আ স ম রব, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

এর আগে বুধবার ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ইসিতে পাঠানো এক চিঠিতে জানানো হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয় ঐক্যফ্রন্টের ৩০০ প্রার্থী স্মারকলিপি দিতে বৃহস্পতিবার বিকেল ৩টায় নির্বাচন কমিশনে যাবেন।

তবে বৃহস্পতিবার দুপুরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ঐক্যফ্রন্ট। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী