Home Uncategorized খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে বৃহস্পতিবার সারা দেশে বিএনপির বিক্ষোভ

খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে বৃহস্পতিবার সারা দেশে বিএনপির বিক্ষোভ

by Dhaka Office
A+A-
Reset


বাংলাপ্রেস অনলাইন: কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও তার চিকিৎসার দাবিতে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচী ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ মুহূর্তে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। ইউনাইটেড হাসপাতালে তার যথাযথ চিকিৎসা দিতে হবে। এ দাবি আদায়ে বৃহস্পতিবার রাজধানীসহ দেশের সব মহানগর ও জেলা সদরে বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে সাংবাদিকদের জানান রিজভী। তবে গাজীপুরে সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে ওই এলাকা এ কর্মসূচির বাইরে থাকবে বলে জানান তিনি।

বাংলাপ্রেস/ আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী