Home Uncategorized পার্বতীপুরে বিজ্ঞাপন দিয়ে বিক্রি হচ্ছে কালোবাজারির ট্রেনের টিকিট !

পার্বতীপুরে বিজ্ঞাপন দিয়ে বিক্রি হচ্ছে কালোবাজারির ট্রেনের টিকিট !

by bnbanglapress
A+A-
Reset


নিজস্ব প্রতিবেদক, পার্বতীপুর (দিনাজপুর) বাংলাদেশ রেলওয়ের পশ্চিম জোনের বৃহৎ জংশন দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট বিক্রিতে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আন্তঃনগর ট্রেনের টিকিট অধিকাংশই বিক্রি হচ্ছে কালোবাজারে।

পার্বতীপুর স্টেশন থেকে আন্তঃনগর ট্রেনে ঢাকা, রাজশাহী, খুলনাসহ বিভিন্ন স্থানে চালাচলকারী যাত্রীদের অভিযোগ, ট্রেনের অধিকাংশ টিকিট কালোবাজারিদের হাতে চলে গেছে। এর ফলে যাত্রীরা তাদের হাতে জিম্মি হয়ে পড়েছে। পার্বতীপুর রেলওয়ের টিকেট কালোবাজারে যাওয়ায় ঈদ শেষে কর্মস্থলে ফিরে যেতে যাত্রীরা চরম ভোগান্তি ও বিড়ম্বনার শিকার হচ্ছে।

কাউন্টারে স্ট্যান্ডিং টিকিট ছাড়া সিট বুকিং টিকেটের জন্য তারা হাহাকার করছেন। কাউন্টারে আগামী ২৬ জুন পর্যন্ত টিকিট পাওয়া না গেলেও ট্রেনের টিকিট পাওয়া যায় স্টেশনে থাকা দালাল চক্রের কাছে। এ টিকিট কে বা কারা পাচ্ছে এ বিষয়ে কোনো তথ্যই রেলের কর্মকর্তারা রাখছেন না। স্টেশনের কালোবাজারিরা রেলের টিকেট কাউন্টারের কিছু অসাধু কর্মচারীর সহায়তায় ব্যবসা করে যাচ্ছে দেদারসে। টিকিট বিক্রি করতে রেলস্টেশন কাউন্টারের সামনে সাঁটানো বিজ্ঞাপনগুলোতে ট্রেনের নাম, টিকিটের সংখ্যা ও মোবাইল নম্বর লিখে দিয়েছেন তারা। এসব বিজ্ঞাপন কাউন্টারের সামনে শুধু লাগানো হয়নি, অন্যত্রও টিকিট বিক্রির বিজ্ঞাপন শোভা পাচ্ছে। বিজ্ঞাপনগুলোতে ফোন দিয়ে তারা তিনগুণ দাম দাবি করছে। সেই সঙ্গে পানের দোকান, ফার্মেসি, হোটেল ও বাসাবাড়িতে ট্রেনের টিকিট মিলছে এখন।

এ ব্যাপারে পার্বতীপুর স্টেশন মাস্টার জিয়াদুল আহসান এর কাছে জানতে চাইলে বলেন, কালোবাজারে রেলওয়ের টিকিট বিক্রির বিষয়টি দেখার কাজ তার নয়। এর জন্য আলাদা প্রশাসন রয়েছে। প্রশাসনকে তিনি অবহিত করেছেন। অন্যদিকে ঈদের পরে ফিরতি টিকিট অনেক আগেই শেষ হয়ে গেছে। পার্বতীপুর রেলস্টেশন কাউন্টারে আগামী ২৬ জুন পর্যন্ত কোনো টিকিট নেই। সেই সঙ্গে চাহিদার তুলনায় আসন বরাদ্দ অনেক কম বলে তিনি উল্লেখ করেন।

এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমযোনের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী