অনলাইন ডেস্ক: ডেনমার্কের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়লো অস্ট্রেলিয়া। পুরো ম্যাচে অনেক সুযোগ তৈরি করলেও ৩৮ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোল সম্বল করেই ডেনমার্কের বিপক্ষে ড্র করেছে সকারুরা।
রাশিয়া বিশ্বকাপের ২১তম ম্যাচে মুখোমুখি হয় ডেনমার্ক ও অস্ট্রেলিয়া। সামারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৬টায় ‘সি’ গ্রুপ থেকে মাঠে নামে এই দুই দল। ম্যাচের মাত্র ৭ মিনিটেই গোল করে ডেনিশদের এগিয়ে দেন ক্রিস্টিয়ান এরিকসেন। তবে তবে ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে অস্ট্রেলিয়াকে ১-১ ব্যবধানের সমতা এনে দেন মিলে জেদিনাক। পরে একই ব্যবধান নিয়ে প্রথমার্ধ শেষ করে দু’দল। এরপর পাল্টা-পাল্টি আক্রমণ করেও গোলের দেখা পায়নি কোন দলই।
সকারুদের সাথে ড্র করে গ্রুপ ‘সি’তে শীর্ষস্থান অক্ষুন্ন রাখার পাশাপাশি শেষ ষোল’র হাতছানি অপেক্ষা করছে ডেনিশদের জন্য। অপরদিকে ২ ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করে বিদায়ের ঘণ্টা শুনতে পাচ্ছে অস্ট্রেলিয়া। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ডেনিশ তারকা ক্রিস্টিয়ান এরিকসন।
বাংলাপ্রেস/এফএস