Home Uncategorized বাংলাদেশে মার্কিন দূতাবাস বিএনপি’র মুখপাত্রে পরিণত হয়েছে : জয়

বাংলাদেশে মার্কিন দূতাবাস বিএনপি’র মুখপাত্রে পরিণত হয়েছে : জয়

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সোমবার এক ফেসবুক পোস্টে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের এক মন্তব্যকে ‘স্থানীয় দূতাবাসের মতামত’ হিসেবে বর্ণনা করেছেন। কেননা, যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের নীতি হচ্ছে অন্য কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানো। তিনি তাঁর ফেসবুক পাতায় বলেন, তাই এটি কেবল স্থানীয় দূতাবাসেরই মতামত। সবসময়ের মতোই দূতাবাসের কর্মকর্তারা তাদের বিএনপি’র বন্ধুদের সঙ্গে খুব বেশী সময় কাটাচ্ছেন।’ জয় বলেন, বাংলাদেশে মার্কিন দূতাবাস অনেকটা বিএনপি’র মুখপাত্রে পরিণত হয়েছে।

তারা সম্প্রতি গাজীপুরে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি’র মন্তব্যগুলোই পুনরাবৃত্তি করছেন এবং অনিয়মের কথা বলছেন। অথচ নির্বাচনে বিএনপি’র সহিংসতা চালানোর চেষ্টা নিয়ে কিছুই বলছেন না। নির্বাচনে ৪২৫টি ভোট কেন্দ্রের মধ্যে মাত্র ৯টি অর্থাৎ ২ দশমিক ১ শতাংশ কেন্দ্রে অনিয়ম হয়েছে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করার মাধ্যমে কেন্দ্রগুলোর ভোটগ্রহণ বাতিল ঘোষণা করেন। আর তাদের ঠিক এটাই করার কথা।

তিনি বলেন, আমাদের নতুন মেয়র জাহাঙ্গীর আলম বিএনপি’র প্রার্থী হাসান থেকে ২ লাখের বেশি ভোট, অর্থাৎ দ্বিগুণ ভোট, পেয়ে বিজয়ী হয়েছেন। সকল নির্বাচন পর্যবেক্ষক একমত যে, অনিয়মের অভিযোগ যা এসেছে তা কোনভাবেই নির্বাচনে প্রভাব ফেলতে পারেনি।

জয় বলেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমানের ফোনালাপ থেকে আমরা জানতে পারি যে, তার দল সহিংসতা তৈরি করার মাধ্যমে নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করেছিলো। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের বক্তব্যে এই বিষয়টি উল্লেখ করেনি। খবর: বাসস।

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী