Home Uncategorized সৈয়দপুরে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

সৈয়দপুরে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

by Dhaka Office
A+A-
Reset

এম আর আলী টুটুল, সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরের রসূলপুর এলাকার প্রতিবাদী যুবক হৃদয়কে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। ৬ জুলাই শুক্রবার রাতে শহীদ ক্যাপ্টেন মৃধা শামসুল হুদা সড়ক’ সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে পাঠ করেন হৃদয়ের ভাই মেরাজ। অভিযোগে জানা যায়, রসূলপুর এলাকার সাইনুরের পুত্র নওশাদ, এরশাদ, শমসের (টেনি), সামসুদের রেল লাইনের পাশে অবৈধ দখলের একটি চায়ের দোকান রয়েছে। সেখান থেকেই সক্রিয় তাদের জুয়া ও মাদকের নেটওয়ার্ক। গত বছরের ৪ ফেব্রুয়ারী হৃদয়ের বড় ভাই স্বর্ণ কারীগড় এজাজের মাথায় গরম কেতলির চা ঢেলে সারা শরীর ঝলছে দেয়। ওই সময় ৬জনকে আসামী করে থানায় মামলা করে মেরাজ। মামলা তুলে নিতে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখানো হয়। তখন থেকেই মিথ্যা মামলা সহ নানা ষড়যন্ত্রে লিপ্ত থাকে নওশাদের পরিবার। ঐ মামলায় দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় নওশাদকে বাদী পক্ষ পুলিশের হাতে ধরিয়ে দিলে ঐ সময় স্বাক্ষীসহ বাদী পক্ষের ওপর মিথ্যা মামলা করে নওশাদের ভগ্নিপতি আকরামকে দিয়ে। এলাকায় বিভিন্ন কুকর্মের সাথে জড়িত এ পরিবারটির নামে থানায় একাধিক মামলা রয়েছে। একই এলাকায় মেরাজের পুত্র গোল্ডেনকে হত্যার চেষ্টা করে। থানায় মামলা হলেও বীর দর্পে তাদের অপরাধ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি নওশাদের বড় বোনের জায়ের মৃত্যুকে নিয়ে মৃতের বোন রিনার দ্বারা সাজানো মামলা করে নওশাদের পরিবার। উদ্দেশ্যে হৃদয়কে ফাঁসানো গেলেই পূর্বের মামলা মিমাংসায় বাধ্য করা। শুধুমাত্র পূর্বের মামলাটি জেরেই একের পর এক মিথ্যা হয়রানীমূলক সাজানো কাহিনী দিয়ে হৃদয় সহ আমাদের পরিবারকে ফাঁসানোর চেষ্টা করছে। নওশাদ ও তার দোষররা ফেসবুকে একটি বানোয়াট কাহিনী প্রচার করছে কাহিনী এমনভাবে লেখা হয়েছে যেন ঘটনা গুলো লেখকের সামনেই ঘটেছে।

প্রকৃত মৃত্যুর ঘটনা আড়াল করতে এ ধরনের বিভ্রান্ত মূলক কাহিনী প্রচার করা হয়েছে। সঠিক তদন্ত হলেই গৃহবধুর মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে। নওশাদের পরিবার নানা রকম ষড়যন্ত্র করছে বলে সাংবাদিক সম্মেলন অভিযোগ করেন হৃদয়ের পরিবার। তারা সমাজের কাছে এর সুষ্ঠ বিচার দাবি করেছেন এবং প্রশাসন এর কাছে নিরপেক্ষ তদন্ত দাবী করেছেন।

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী