Home Uncategorized সাঘাটায় জমির ফসল রক্ষায় স্লুইস গেট নির্মাণের দাবি

সাঘাটায় জমির ফসল রক্ষায় স্লুইস গেট নির্মাণের দাবি

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

রওশন আলম পাপুল, গাইবান্ধা থেকে: গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের আব্দুল্লাহরপাড়া গ্রামে প্রায় দেড় হাজার একর জমির ধানসহ অন্যান্য ফসল রক্ষা করতে একটি স্লুইস গেট নির্মাণের দাবি করেছেন গ্রামবাসী। কেননা প্রতিবছর বর্ষা মৌসুমে বাঙ্গালী নদীর পানি একটি নালা দিয়ে প্রবেশ করে ক্ষয়ক্ষতি হয় ফসলের। তাই ফসল বাঁচাতে আব্দুল্লাহরপাড়া গ্রামে আহসান হাবীব সুজার খামার সংলগ্ন পুরোনো সেতুস্থানে একটি স্লুইস গেট নির্মাণ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
আব্দুল্লাহরপাড়া গ্রামে সরেজমিনে গিয়ে দেখা গেছে, আহসান হাবীব সুজার খামার সংলগ্ন একটি সেতু রয়েছে। সেতুটির দুইপাশের রাস্তা ডেবে গেছে অনেকদিন আগেই। ফলে যাতায়াত করতে মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। প্রতিদিন এই সেতুটির উপর দিয়ে তিন হাজারেরও বেশি মানুষ সাঘাটা উপজেলা শহর ও জুমারবাড়ী ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন এলাকায় চলাচল করে। সেখানে চারপাশে ধানের জমিসহ বিভিন্ন শাকসবজির ক্ষেত রয়েছে।
এ ব্যাপারে গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, প্রতিবছর বর্ষা মৌসুমে পাশ্ববর্তী বারকোনা বাজার সংলগ্ন বাংগালী নদীতে পানি বৃদ্ধি পেলে এই সেতুটির নিচের নালা দিয়ে পানি প্রবেশ করে আব্দুল্লাহরপাড়া, আমদিরপাড়া, বাদিনারপাড়া ও দেওরের গ্রামের প্রায় দেড় হাজার একর জমির ধানসহ অন্যান্য ফসল ও শাকসবজির ক্ষেত নষ্ট হয়ে যায়। আর তাই কৃষকদের এই ক্ষতির মুখ থেকে বাঁচাতে আহসান হাবীব সুজার খামার সংলগ্ন পুরোনো সেতুটি ভেঙ্গে দিয়ে এই স্থানে একটি স্লুইস গেট নির্মাণ করা প্রয়োজন। তাহলে মানুষ প্রতিবছর বর্ষাকালে এই বিরাট ক্ষতি থেকে রক্ষা পাবে।
কৃষক সেলিম মিয়া বলেন, আব্দুল্লাহরপাড়া গ্রামে ওই পুরোনো সেতুটি ভেঙ্গে দিয়ে সেখানে একটি স্লুইস গেট নির্মাণ করা দরকার। কেননা প্রতিবছর ওই সেতুটির নিচের নালা দিয়ে পানি প্রবেশ করে প্রায় দেড় হাজার একর জমির ফসল নষ্ট হয়ে যায়। এতে কৃষকরা মারাত্বক ক্ষতির সম্মুখীন হয়।
জুমারবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল ছাত্তার প্রধান বলেন, ওইস্থানে একটি স্লুইস গেট নির্মাণ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। স্লুইস গেটটি নির্মাণ করা হলে বর্ষাকালে প্রায় দেড় হাজার একর জমির ধানসহ অন্যান্য কৃষি শস্য ও শাকসবজির ক্ষেত বিনষ্টের হাত থেকে রক্ষা পাবে।
ফসল রক্ষা করতে আব্দুল্লাহরপাড়া গ্রামে স্লুইস গেট নির্মাণ করা যাবে কিনা এ প্রসঙ্গে সাঘাটা উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম মুঠোফোনে বলেন, আমাদের  স্লুইস গেট নির্মাণের প্রকল্প রয়েছে। ওখানে যদি একটি স্লুইস গেটের প্রয়োজন থাকে তাহলে স্থানীয়রা আমার কাছে আবেদন করুক। পরে সরেজমিনে গিয়ে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী