বাংলাপ্রেস ডেস্ক: উৎসব মুখর পরিবেশে সব দলই নির্বাচনী প্রচারণা চালাতে পারবে। ইভিএমে ভোটও হবে সুষ্ঠু -নিরপেক্ষ – আশ্বস্ত করলেন ঢাকা দক্ষিণ সিটির আওয়ালীগ প্রার্থী ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপস। কিন্তু বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের অভিযোগ- তাদেরকে নির্বাচনী মাঠ ছাড়া করতে গ্রেফতার-হয়রানি করছে পুলিশ। হুমকি-ধমকি দিচ্ছেন সরকারদলীয় প্রার্থীর সমর্থকরা। ১০ই জানুয়ারি প্রতীক বরাদ্দের পর শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার- প্রচারণা। সেই অপেক্ষায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে নামাজ পড়তে আসেন ঢাকা দক্ষিণ সিটির আওয়ালীগ মনোনীত প্রার্থী ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপস। আগে থেকেই সেখানে জড় হন দলীয় নেতাকর্মীরা। এ সময় ব্যারিস্টার তাপস কথা বলেন সাংবাদিকদের সাথে। জানান, কাউকেই বাধা দেয়া হবে না। এদিকে, সরকারদলীয় প্রার্থীর সমর্থকরা হুমকি- ধমকি দিচ্ছেন বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কাও তার। অন্যদিকে, সুনির্দিষ্ট গ্রেফতারি পরোয়ানা ছাড়া কোনো প্রার্থীকে আটক না করতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। কোন প্রার্থীকে হয়রানী বা ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে কিছু করা হলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।
বিপি/আর এল